Advertisement

ইউটিলিটি

Blood Group which vulnerable to many diseases: করোনা থেকে ডায়াবেটিস, এই গ্রুপের রক্তে রয়েছে একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি!

সুদীপ দে
  • কলকাতা,
  • 10 May 2021,
  • Updated 6:43 PM IST
  • 1/8

আপনি জানেন কি কোন রক্তের গ্রুপের মানুষ করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন? কোন রক্তের গ্রুপের মানুষের ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি-র মতো একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি? চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/8

জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের (University of Kiel) একদল গবেষক দাবি করেছেন, যাঁদের রক্তের গ্রুপ AB, করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তাঁদের মধ্যে অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি।

  • 3/8

কিয়েল বিশ্ববিদ্যালয়ের (University of Kiel) গবেষকরা জানান, একই রকম ভাবে O গ্রুপের রক্তের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকটাই কম। অর্থাৎ, যাঁদের শরীরে O গ্রুপের রক্ত রয়েছে তাঁদের এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম।

  • 4/8

এ তো গেল করোনা ভাইরাসে কথা। এবার জেনে নেওয়া যাক আরও কয়েকটি গুরুতর স্থাস্থ্য সমস্যা ও তার সঙ্গে জড়িত রক্তের গ্রুপ সম্পর্কে। Diabetologia, Nurses’ Health Study (NHS) বা Health Professionals Follow-up Study (HPFS)-এর মতো একাধিক স্থাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত পর্যবেক্ষণের রিপোর্ট কী বলছে জেনে নিন।

  • 5/8

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, AB রক্তের গ্রুপের মানুষের ক্ষেত্রে শুধু করোনাই নয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি-র মতো একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি! একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, সিওপিডি বা শ্বাসকষ্টের সমস্যা অন্যান্য রক্তের গ্রুপের মানুষের চেয়ে AB রক্তের গ্রুপের মানুষরা অনেক বেশি (প্রায় ১৪.৮ শতাংশ) ভোগেন।

  • 6/8

চিনের হুজহং ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির (Huazhong University of Science and Technology) গবেষক মিয়ান হি (Meian He) তাঁর গবেষণা রিপোর্টে উল্লেখ করেছেন, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় অন্যান্য রক্তের গ্রুপের চেয়ে AB গ্রুপের মানুষরা অনেক বেশি (প্রায় ৬৮.৯ শতাংশ) আক্রান্ত হন।

  • 7/8

ইউরোপীয় স্বাস্থ্য বিষয়ক পত্রিকা দিয়াবেটোলজিয়া (Diabetologia)-এ প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, ডায়াবেটিসের ক্ষেত্রেও অন্যান্য রক্তের গ্রুপের চেয়ে AB গ্রুপের মানুষরা প্রায় ১৪.৮ শতাংশ বেশি আক্রান্ত হন। অর্থাৎ, AB রক্তের গ্রুপে একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি রয়েছে।

  • 8/8

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, AB রক্তের গ্রুপ ছাড়া অন্যান্য গ্রুপের রক্তের মানুষের করোনা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি নেই বা কম, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই! কারণ, যথাযথ সতর্কতার অভাবে যে কোনও রক্তের গ্রুপের মানুষের ক্ষেত্রেই যে কোনও গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

Advertisement
Advertisement