Advertisement

ইউটিলিটি

Maruti Ertiga নতুন রূপে, এই ৫ ফিচারের জন্য হটকেকের মতো বিকোচ্ছে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2022,
  • Updated 10:55 PM IST
  • 1/7

জনপ্রিয় গাড়ি আর্টিগার নতুন সংস্করণ আনল মারুতি সুজুকি ইন্ডিয়া। সাত আসনের এই গাড়ি ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নতুন সংস্করণে ৫টি বদল করেছে কোম্পানি।      

  • 2/7

Maruti Ertiga facelift ফ্রন্ট গ্রিল দিয়েছে সংস্থা। ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। দূর থেকে মনে হয় উড়ন্ত পাখি। নতুন ধরনের অ্যালয় হুইলও দেওয়া হয়েছে। 
 

  • 3/7

Maruti Ertiga facelift-র ইন্টিনিয়ার দুর্দান্ত। হালকা রঙের ব্যবহার করা হয়েছে। ড্যাশ বোর্ডকে কাঠের আদল দিয়েছে সংস্থা। পিছনের আসনে যাওয়ার পথও সহজ। এর সঙ্গে রয়েছে ইনফোটেইনমেন্টের ব্যবস্থাও। 

  • 4/7

Maruti Ertiga facelift-এ সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। Heartect Platform-এ তৈরি হয়েছে গাড়ি। রয়েছে চারটি এয়ারব্যাগ। EBD-র সঙ্গে রয়েছে ABS। হিল হোল্ড অ্যাসিস্ট সেফটি ফিচারও আছে। 

  • 5/7

মারুতি আর্টিগায় ওয়ান টাচ ভিডিও অ্যাপ, ক্রুজ কন্ট্রোল, অটো হেড ল্যাম্প, ফলো মি হোমের মতো ফিচার রয়েছে।
 

  • 6/7

Maruti Ertiga facelift-এ ইঞ্জিন বদল করেছে সংস্থা। ১.৫ লিটারের  K15C ইঞ্জিন দেওয়া হয়েছে। ১০১hp, ১৩৫Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। পেট্রোল ও সিএনজি ভ্যারিয়েন্ট উপলব্ধ। পেট্রোলে মাইলেজ মেলে ২০.৫১ কিলোমিটার। ২৬.৫০ মাইলেজ দেয় সিএনজি ভ্যারিয়েন্ট। 
 

  • 7/7

Maruti Ertiga facelift-র দাম শুরু ৮.৩৫ লক্ষ টাকা থেকে। সেরা মডেলের দাম ১২.৭৯ লক্ষ টাকা। ১১ হাজার টাকায় বুকিং শুরু হয়ে গিয়েছে। লঞ্চের আগেই বিকিয়ে গিয়েছে ৬ হাজার গাড়ি।  

Advertisement
Advertisement