মোটা বেতনে কর্মী নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)! নন-সিএসজি (RBI Non-CSG) পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিমাসে ৬৩,১৭২ টাকা থেকে ৭৭,২০৮ টাকা পর্যন্ত বেতন মিলবে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
মোট শূন্যপদ: মোট শূন্যপদের সংখ্যা ২৯টি, এর মধ্যে গ্রেড 'বি'-তে লিগাল অফিসার পদে ১১টি, ম্যানেজার (টেকনিক্যাল-সিভিল) পদে ১টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সরকারি ভাষা) পদে ১২টি, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল এবং সুরক্ষা) পদে ৫টি আসন রয়েছে।
যোগ্যতা (লিগাল অফিসার): লিগাল অফিসার (গ্রেড 'বি') পদের জন্য আইন বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
যোগ্যতা (টেকনিক্যাল-সিভিল ম্যানেজার): ম্যানেজার (টেকনিক্যাল-সিভিল) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির পাশাপাশি অন্তত ৩ বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-সরকারি ভাষা): অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সরকারি ভাষা) পদের জন্য ইংরাজি ও হিন্দি ভাষার উপর যথেষ্ট দখল থাকা জরুরি। আবেদনকারীদের সেকেন্ড ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
যোগ্যতা (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-প্রোটোকল এবং সুরক্ষা): অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল এবং সুরক্ষা) পদের জন্য আবেদনকারীর ভারতীয় সেনা, নৌসেনা বা বায়ুসেনায় অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (লিগাল অফিসার/টেকনিক্যাল-সিভিল ম্যানেজার): লিগাল অফিসার (গ্রেড 'বি') পদের বেতন প্রতি মাসে ৭৭,২০৮ টাকা পর্যন্ত। ম্যানেজার (টেকনিক্যাল-সিভিল) পদের মাসিক বেতন ৭৭,২০৮ টাকা পর্যন্ত।
বেতন (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সরকারি ভাষা) পদের বেতন প্রতি মাসে ৬৩,১৭২ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল এবং সুরক্ষা) পদের মাসিক বেতন ৬৩,১৭২ টাকা।
অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে ১০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১০ এপ্রিল, ২০২১ থেকে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের পরীক্ষা।
আবেদনের ফি জমা দিতে হবে অনলাইনে। সাধারণ, ওবিসি, পিডাব্লুডি বিভাগের প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের আবেদনের ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। বিস্তারিত জানতে ক্লিক করুন www.rbi.org.in ওয়েবসাইটে।