Advertisement

ইউটিলিটি

FD Schemes For Senior Citizens: প্রবীণদের স্বস্তি দিয়ে বাড়ল এই দুই বিশেষ সঞ্চয় প্রকল্পের মেয়াদ!

সুদীপ দে
  • কলকাতা,
  • 29 Mar 2021,
  • Updated 4:37 PM IST
  • 1/9

দেশের অর্থনীতির হাল ফেরাতে একাধিক পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। করোনার দুর্যোগের সময় থেকে সঞ্চয়ের ক্ষেত্রে স্বস্তি দিতে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণদের জন্য Fixed Deposit-এ বাড়তি সুদ দিচ্ছে দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্ক।

  • 2/9

দেশের প্রবীণদের কিছুটা স্বস্তি দিতে ২০২০ সালের মে মাসে বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্প চালু করে SBI। পরবর্তীকালে দেশের অন্যান্য সরকারি ব্যাঙ্ক-সহ HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কেও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্প চালু করে।

  • 3/9

সম্প্রতি SBI এবং HDFC ব্যাঙ্ক তাদের প্রবীণ গ্রাহকদের জন্য চলা বিশেষ স্থায়ী আমানতের (Fixed Deposit) প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

  • 4/9

এই সিদ্ধান্তের ফলে SBI এবং HDFC ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকদের তাঁদের সঞ্চয়ের ক্ষেত্রে বাড়তি সুদ প্রাপ্তির মেয়াদ বাড়ল। SBI এবং HDFC ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তিতে ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকরা।

  • 5/9

SBI Wecare Deposit স্কিমের আওতায় ৫ বছর বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতে (Fixed Deposit) অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম পান বয়স্ক প্রবীণ নাগরিকরা।

  • 6/9

আগামী ৩০ জুন পর্যন্ত প্রবীণ নাগরিকরা SBI Wecare Deposit স্কিমের আওতায় সাধারণ নাগরিকদের তুলনায় অতিরিক্ত ৮০ বেসিস পয়েন্ট অতিরিক্ত রিটার্ন পাবেন।

  • 7/9

এমনিতে ৫ থেকে ১০ বছরের স্থায়ী আমানতে বর্তমানে SBI সাধারণ নাগরিকদের ৫.৪০ শতাংশ হারে সুদ দেয়। সেখানে SBI Wecare Deposit স্কিমে প্রবীণ নাগরিকদের সুদের হার ৬.২০ শতাংশ।

  • 8/9

প্রবীণ গ্রাহকদের HDFC ব্যাঙ্কের ওই বিশেষ প্রকল্পের নাম HDFC Bank Senior Citizen Care। এই প্রকল্পের আওতায় প্রবীণদের ০.৭৫ শতাংশ বাড়তি সুদ দিচ্ছে HDFC Bank।

  • 9/9

এই HDFC Bank Senior Citizen Care প্রকল্পে স্থায়ী আমানতে সুদের হার ৬.২৫ শতাংশ। অর্থাৎ, আগামী ৩০ জুন পর্যন্ত প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের তুলনায় ০.৭৫ শতাংশ বাড়তি সুদ পেতে চলেছেন।

Advertisement
Advertisement