Advertisement

ইউটিলিটি

Train Cancelled : চলতি সপ্তাহে হাওড়া-বর্ধমান শাখায় বাতিল বহু লোকাল, এক্সপ্রেস ট্রেনও ক্যানসেল শিয়ালদায়

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2023,
  • Updated 7:52 PM IST
  • 1/6

ট্রেনের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না যাত্রীদের। চলতি সপ্তাহেও সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা। আগামী বৃহস্পতিবার বাতিল থাকছে বহু এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, ওই দিনে বর্ধমান স্টেশনে প্রায় ১৪ ঘণ্টা ঘরে চলবে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ। 

  • 2/6

মাঝরাতে দেড়টা (01:30 AM) নাগাদ শুরু হবে কাজ, চলবে দুপুর সাড়ে ৩টে (03:30 PM) পর্যন্ত। সেই কারণে হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল-বর্ধমান লাইনে ওইদিন মাঝরাত থেকে সন্ধে ৬টা পর্যন্ত সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। তবে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে, হাওড়া থেকে শক্তিগড় এবং হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন চালাবে রেল। এছাড়া বেশকিছু মেল ও এক্সপ্রেস ট্রেনও  বাতিল থাকবে বলে জানা যাচ্ছে। এবর দেখে নেওয়া যাক কোন কোন দূরপাল্লার ট্রেনগুলি বাতিল থাকছে।

  • 3/6

হাওড়া ও বর্ধমান থেকে যে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল থাকছে...
ওই হাওড়া ও বর্থমান থেকে যে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সড়াইঘাট এক্সপ্রেস, হাওড়া-দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস, হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউজলপাইগুড়ি এক্সপ্রেস, হাওড়া-মালা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস, হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড়া-অমৃতসর মেল, হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন এক্সপ্রেস, ও হাওড়া-জামালপুর এক্সপ্রেস।
 

  • 4/6

শিয়ালদা ও কলকাতা থেকে বাতিল ট্রেনগুলি...
পাশাপাশি শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে থেকে দূরের যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল, কলকাতা-নানগলদাম এক্সপ্রেস, কলকাতা-জম্মুতাওয়াই এক্সপ্রেস, শিয়ালদহ-গোড্ডা প্যাসেঞ্জার, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, শিয়ালগহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাঙা এক্সপ্রেস, কলকাতা-উদয়পুর সিটি এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-দারভাঙা এক্সপ্রেস, কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট উইলকি, কলকাতা-গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস, শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস ও কলকাতা-পাটনা গরিবরথ এক্সপ্রেস।  
 

  • 5/6

হাওড়া ও শিয়ালদা আসার যে ট্রেনগুলি বাতিল...
আবার হাওড়া এবং শিয়ালদা আসারও বেশকিছু ট্রেন বাতিল থাকছে ওইদিন। সেগুলি হল বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস, সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস, নিউজলপাইগুড়ি-হাওড়া এক্সপ্রেস, পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, গোড্ডা-শিয়ালদা প্যাসেঞ্জার, রামপুরহাট- শিয়ালদহ মা তারা এক্সপ্রেস, আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস,রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস ও রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। 
 

  • 6/6

যাত্রাপথ বদল বেশকিছু ট্রেনের
অন্যদিকে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওই দিন। ডাউন রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদহ-দার্জিলিং মেল এবং শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যাত্রাপথও বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন - Valentine week-এর শুরুতেই কুম্ভে প্রবেশ বুধের, অর্থ ও পদোন্নতি হবে ৪ রাশির

Advertisement
Advertisement