Advertisement

ইউটিলিটি

Covid Hospital Directory: দেশের সমস্ত COVID হাসপাতালের ফোন নম্বর, ঠিকানা মিলবে এই অ্যাপে!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2021,
  • Updated 2:37 PM IST
  • 1/9

দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার জন, প্রাণ হারিয়েছেন ৩,৪১৭ জন মানুষ।

  • 2/9

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। তার উপর বাড়তে থাকা করোনা রোগীর চাপে দেশের হাসপাতালগুলিতে বেড আর অক্সিজেনের আকাল শুরু হয়েছে।

  • 3/9

এই পরিস্থিতিতে প্রত্যেকের কাছেই অত্যন্ত জরুরি কোভিড হাসপাতালের ঠিকানা আর ফোন নম্বর। এই প্রয়োজনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে Truecaller। ভারতীয়দের জন্য কোভিড হাসপাতালের ডিরেক্টরি চালু করেছে Truecaller।

  • 4/9

Truecaller-এর এই ডিরেক্টরিতে রয়েছে শতাধিক কোভিড হাসপাতালের ঠিকানা এবং তাদের সমস্ত টেলিফোন নম্বর। সংস্থা জানিয়েছে, কেন্দ্রের ডাটাবেস থেকে এই তথ্যগুলি সাধারণ মানুষের জন্য সংগ্রহ করেছে Truecaller।

  • 5/9

সংস্থা জানিয়েছে, Truecaller ব্যবহারকারীরা অ্যাপের মেনু বা ডায়ালারের থেকে এই ডিরেক্টরি অ্যাক্সেস করতে পারবেন। ফলে হাসপাতালে ফোন করে সহজেই সেখানে কত বেড উপলব্ধ রয়েছে, তা জেনে নিতে পারবেন।

  • 6/9

Truecaller-এর এই বিশেষ কোভিড হাসপাতালের ডিরেক্টরি আপাতত Android Beta ভার্সানে উপলব্ধ। তবে খুব শীঘ্রই এই পরিষেবা সমস্ত Android ব্যবহারকারীদের জন্যেও চালু করা হবে বলে জানানো হয়েছে। তবে iOS সিস্টেমে এই সুবিধা কবে চালু হবে, তা এখনও জানা যায়নি।

  • 7/9

Truecaller-এর এই বিশেষ কোভিড হাসপাতালের ডিরেক্টরির ওপরে বাঁ দিকে ক্লিক করলে বর্ণানুক্রমে বিভিন্ন শহরের হাসপাতালের নাম, ঠিকানা এবং তাদের সমস্ত টেলিফোন নম্বর দেখা যাবে।

  • 8/9

Truecaller-এর এই বিশেষ কোভিড হাসপাতালের ডিরেক্টরিতে নিজের শহরের নাম বেছে নিলে ওই শহরেরে সমস্ত কোভিড হাসপাতালের ঠিকানা এবং টেলিফোন নম্বর দেখতে পাবেন ইউজাররা।

  • 9/9

Truecaller-এর এই বিশেষ পরিষেবা চালু হওয়ার ফলে বিপদে পড়লে নিকটবর্তী কোভিড হাসপাতালের নাম, যোগাযোগের নম্বর অনায়াসেই জেনে নিয়ে সেখানে ফোন করতে পারবেন এই অ্যাপ ব্যবহারকারীরা।

Advertisement
Advertisement