Advertisement

ইউটিলিটি

UPSC Civil Services Prelims Exam 2021: চলছে সিভিল সার্ভিস পরীক্ষার রেজিস্ট্রেশন! জেনে নিন খুঁটিনাটি

Aajtak Bangla
  • 07 Mar 2021,
  • Updated 6:34 PM IST
  • 1/6

Civil Services পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। গত বৃহস্পতিবার থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

  • 2/6

এই পরীক্ষা হবে আগামী ২৭ জুন। এই পরীক্ষার মাধ্যমে মোট ৭১২টি পদে নিয়োগ করা হবে। ভারত ছাড়াও নেপাল, ভূটান, তীব্বতের উদবাস্তু প্রার্থীরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

  • 3/6

ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে ছাড় মিলবে।

  • 4/6

Civil Services প্রিলিমিনারি পরীক্ষা (Prelims Exam) হবে পেপার ওয়ান এবং পেপার টু। এই দুই পত্রে একাধিক ছোট প্রশ্ন থাকবে। সব মিলিয়ে ৪০০ নম্বরের পরীক্ষা হবে। প্রার্থীদের ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

  • 5/6

পেপার ওয়ানে থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল, ভারতীয় রাজনীতি, ভারতীয় অর্থনীতি, পরিবেশ, সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত নানা প্রশ্ন। কোনও প্রশ্নের উত্তর ভুল হলে সংশ্লিষ্ট প্রশ্নের এক তৃতীয়াংশ নম্বর কাটা যাবে।

  • 6/6

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে upsc.gov.in বা upsconline.nic.in এই দুটি ওয়েবসাইটে গিয়ে। আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে।

Advertisement
Advertisement