বেশ কিছুদিন আগেই গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের পরিস্রুত পানীয় জল সরবরাহকারী হায়ার ডায়ামিটার পাইপ লাইনে লিকেজ ধরা পড়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি ত্রুটি মেরামতির কাজ চলবে ৬ মে গার্ডেনরিচ জল প্রকল্পে।
গার্ডেনরিচ জল প্রকল্পে সারাদিন ব্যাপী চলা এই পাইপলাইনে মেরামতির কাজের জেরে আগামিকাল পরিস্রুত পানীয় জল পাবেন না দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ!
গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে বৃহস্পতিবার দিনভর ধরে চলা পানীয় জল সরবরাহকারী হায়ার ডায়ামিটার পাইপ লাইনের পাশাপাশি পাম্প মেশিন ও বুস্টার পাম্পিং স্টেশনের বেশকিছু পাম্পেরও মেরামত করা হবে।
গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে এই মেরামতির কাজের জেরে আগামিকাল চেতলা, গল্ফগ্রীন, বাঁশদ্রোণী, রানিকুঠি, গরফা, লায়েলকা, কালীঘাট, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রীর ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনগুলি থেকেও জল সরবরাহ বন্ধ রাখা হবে।
একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৬ মে সকাল ১০টার পর দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়, গার্ডেনরিচ, টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, মহেশতলা, বজবজ, ৮ থেকে ১৬ নম্বর বরোর কিছু এলাকায় পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না।
কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৬ মে শুধুমাত্র সকাল ১০টার জল পাবেন উল্লেখিত এলাকার বাসিন্দারা। তার পর দুপুর বা বিকেলের জল দেওয়া সম্ভব হবে না ওই এলাকাগুলিতে।
কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ তারিখ, শুক্রবার থেকেই আবার পানীয় জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তবে এই গরমে প্রায় সারাদিন পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় জল সংকটে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।
যদিও কলকাতা পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত এলাকায় বৃহস্পতিবার সারাদিন পরিস্রুত পানীয় জল সরবরাহ করা যাবে না, ওই এলাকাগুলিতে বাসিন্দাদের সুবিধার্থে পানীয় জলের গাড়ি পৌঁছে দেওয়া হবে।