Nadia Nakashipara Rare Fish: সব দিন সমান যায়। তার মধ্যে হঠাৎ করে ভাল দিন চলে আসে। জেলেদের ভাগ্য অনেকটাই এই রকম বলা যেতে পারে।
আরও পড়ুন: হাঁটুর ব্যথায় কাবু? শুকনো আদা ট্রাই করুন, কমাবে ওজনও
কোনও দিন তাঁদের ভাগ্যে ভাল মাছ ধরা পড়ে, জালে ওঠে।
নদিয়ার নাকাশিপাড়া পাটুলি ঘাটে জেলেদের জালে ধরা পরল পেল্লায় আকারের একটি মাছ।
আর সেই মাছ দেখত ভিড় হামলে পড়ল। হইহই কাণ্ড লেগে যায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার জেলেরা মাছ ধরার সময় জাল পেতেছিলেন। আর সেই জালে ধরা পড়ে এই বড়সড় মাছ।
তাঁরা জানাচ্ছেন, এটিকে বলে বাগার মাছ। মনে করা হচ্ছে, কোনও জলযানের সঙ্গে ধাক্কা লাগার ফলে সেটি আহত হয়েছিল।
মাছটির ওজন আনুমানিক ৬৫ থেকে ৭০ কিলো হতে পারে বলে ধারণা স্থানীয় মৎস্যজীবীদের। তবে সচরাচর এত বড় মাছ জালে ধরা পড়ে না বলে জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা।
মাছ ধরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। এরপর মাছটিকে স্থানীয় বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। মাছটির বাজারমূল্য ভালই হবে বলে ধারণা তাদের।
ওই মৎস্যজীবীদের দলে ছিলেন বাপ্পা হালদার। তিনি জানান, বড়সড় মাছ। ওজন তো প্রায় ৬৫ থেকে ৭০ কেজি।
আগে কখনও এমন মাছ ধরা পড়েনি। দেখা যাক, কেমন দাম পাওয়া যায়। একে বাগার মাছ বলে।
তাঁর অনুমান কোনও জলযানের সঙ্গে ধাক্কা লেগে মাছটি আহত হয়েছিল। তাই তাঁরা সেটা ধরতে পেরেছেন।