Advertisement

ভাইরাল

Rare Fish : নাকাশিপাড়ায় জেলেদের হাতে ৭০ কেজির বাগার মাছ, হইহই

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নাকাশিপাড়া,
  • 24 Feb 2022,
  • Updated 3:18 PM IST
  • 1/12

Nadia Nakashipara Rare Fish: সব দিন সমান যায়। তার মধ্যে হঠাৎ করে ভাল দিন চলে আসে। জেলেদের ভাগ্য অনেকটাই এই রকম বলা যেতে পারে। 

আরও পড়ুন: হাঁটুর ব্যথায় কাবু? শুকনো আদা ট্রাই করুন, কমাবে ওজনও

  • 2/12

কোনও দিন তাঁদের ভাগ্যে ভাল মাছ ধরা পড়ে, জালে ওঠে।

  • 3/12

কোনও দিন ওঠে না। বুধবার দিনটা তাই নদিয়ার নাকাশিপাড়ায় পাটুলি ঘাটে জেলেদের ভাগ্যে খুলে গেল যেন। 

 

  • 4/12

নদিয়ার নাকাশিপাড়া পাটুলি ঘাটে জেলেদের জালে ধরা পরল পেল্লায় আকারের একটি মাছ। 

  • 5/12

আর সেই মাছ দেখত ভিড় হামলে পড়ল। হইহই কাণ্ড লেগে যায় এলাকায়।

 

  • 6/12

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার জেলেরা মাছ ধরার সময় জাল পেতেছিলেন। আর সেই জালে ধরা পড়ে এই বড়সড় মাছ। 

  • 7/12

তাঁরা জানাচ্ছেন, এটিকে বলে বাগার মাছ। মনে করা হচ্ছে, কোনও জলযানের সঙ্গে ধাক্কা লাগার ফলে সেটি আহত হয়েছিল।

 

  • 8/12

মাছটির ওজন আনুমানিক ৬৫ থেকে ৭০ কিলো হতে পারে বলে ধারণা স্থানীয় মৎস্যজীবীদের। তবে সচরাচর এত বড় মাছ জালে ধরা পড়ে না বলে জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা। 

  • 9/12

মাছ ধরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। এরপর মাছটিকে স্থানীয় বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। মাছটির বাজারমূল্য ভালই হবে বলে ধারণা তাদের।

 

  • 10/12

ওই মৎস্যজীবীদের দলে ছিলেন বাপ্পা হালদার। তিনি জানান, বড়সড় মাছ। ওজন তো প্রায় ৬৫ থেকে ৭০ কেজি। 

  • 11/12

আগে কখনও এমন মাছ ধরা পড়েনি। দেখা যাক, কেমন দাম পাওয়া যায়। একে বাগার মাছ বলে।

 

  • 12/12

তাঁর অনুমান কোনও জলযানের সঙ্গে ধাক্কা লেগে মাছটি আহত হয়েছিল। তাই তাঁরা সেটা ধরতে পেরেছেন।

Advertisement
Advertisement