Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Update Kolkata Weather : টানা ভিজবে বাংলা, ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 26 Aug 2022,
  • Updated 5:58 PM IST
  • 1/12

West Bengal Rain Update Kolkata Weather: রাজ্যে ফের টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ- দু'জায়গাতেই বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

  • 2/12

তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে তা কমে যাবে। গত কয়েকদিন রাজ্যে কম-বেশি বৃষ্টি হয়েছে। 

  • 3/12

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। তবে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/12

২৭ এবং ২৮ অগাস্ট অর্থাৎ শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 5/12

২৯ অগাস্ট থেকে আবার বৃষ্টি কমে যাবে। ২৯ ও ৩০ তারিখ একদম হালকা বৃষ্টি হবে।

  • 6/12

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া-সহ বাকি জেলাগুলো ভিজবে। এর মধ্যে কয়েকটা জেলায় বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 7/12

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ২৭ এবং ২৮ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 8/12

এই দু'দিন বিশেষ করে ওপরের যে পাঁচটা জেলা রয়েছে, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 9/12

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

  • 10/12

২৯ এবং ৩০ তারিখ মানে সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে।

  • 11/12

কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে ২৭ এবং ২৮ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 12/12

গত সপ্তাহে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে বাংলায়। গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। আর তার জেরে টানা বৃষ্টি হয় বাংলায়। নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement