West Bengal Rain Update Kolkata Weather: রাজ্যে ফের টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ- দু'জায়গাতেই বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে তা কমে যাবে। গত কয়েকদিন রাজ্যে কম-বেশি বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। তবে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৭ এবং ২৮ অগাস্ট অর্থাৎ শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৯ অগাস্ট থেকে আবার বৃষ্টি কমে যাবে। ২৯ ও ৩০ তারিখ একদম হালকা বৃষ্টি হবে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া-সহ বাকি জেলাগুলো ভিজবে। এর মধ্যে কয়েকটা জেলায় বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ২৭ এবং ২৮ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এই দু'দিন বিশেষ করে ওপরের যে পাঁচটা জেলা রয়েছে, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
২৯ এবং ৩০ তারিখ মানে সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে।
কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে ২৭ এবং ২৮ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে বাংলায়। গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। আর তার জেরে টানা বৃষ্টি হয় বাংলায়। নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়।