Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Depression Updates : নিম্নচাপের পূর্বাভাস, কবে থেকে রাজ্যে টানা বৃষ্টি?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 05 Aug 2022,
  • Updated 6:53 PM IST
  • 1/13

Bengal Rain Depression Updates: বাংলায় নিম্নচাপে ভ্রূকুটি। আর এর জেরে টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী ৭ অগাস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/13

তারা জানাচ্ছে, উত্তর-পশ্চিম উপকূল মানে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকা। পরে এই নিম্নচাপ আরও একটু গভীর হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে।

 

  • 3/13

ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৯ থেকে ১১ অগাস্ট এই সময়ের মাঝে বৃষ্টি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। ৯ তারিখ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা-এই দুটো জেলার দু-একটা জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

  • 4/13

১০ অগাস্ট বৃষ্টি আরও বেশি হতে পারে। তখন আরও বেশি জেলায় বৃষ্টি হতে পারে। সে সময় দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং হুগলি। এই জেলাগুলোর দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা ১০ তারিখে। 

  • 5/13

এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

  • 6/13

এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের ক্ষেত্রে কী পরিস্থিতি থাকতে চলেছে। এ ব্য়াপারে আলিপুর আবহওয়া দফতর জানাচ্ছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার আলিপুরদুয়ার, কিছুটা জলপাইগুড়িতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 7/13

যেহেতু নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, তার ফলে সমুদ্রে মাছ ধরা নিয়ে কিচু বিধিনিষেধ জারি করা হয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে নিম্নচাপের কারণে। 

  • 8/13

তাই সব মৎস্য়জীবীদের ৮-১১ তারিখ মাঝ ধরতে যাওয়া নিষেধ করা হচ্ছে। আর এখন যাঁরা মাঝ সমুদ্রে আছেন ৭ তারিখের মধ্যে ফেরত আসতে বলা হচ্ছে। 

  • 9/13

তাপমাত্রার সে রকম কোনও পরিবর্তন আপাতত হবে না বলে মনে করা হচ্ছে। ৯ তারিখ থেকে আকাশে মেঘলা ভাবটা বাড়বে আরও। তাই দিনের তাপমাত্রা ৯ এবং ১০ তারিখ কম থাকবে। বিশেষ করে উপকূলবর্তী জেলায়। যেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

আরও পড়ুন: ভারতে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে মেয়েদের: সমীক্ষা

আরও পড়ুন: রিওয়ার্ড, ডিসকাউন্ট থেকে ইনসুরেন্স কভার, LIC ক্রেডিট কার্ডের ফায়দা কী কী?

আরও পড়ুন: হাওড়ার তালিত গুডস শেড থেকে পাঠানো হল বালি, এই প্রথম

  • 10/13

এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল, রাজ্যে টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৮ অগাস্টের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

  • 11/13

অগাস্ট মাস জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ সাধারণ থেকে সাধারণের নীচে থাকতে পারে। এবং উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। অগাস্টে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 12/13

অর্থাৎ, অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হল স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি।

  • 13/13

সেটা দুই জায়গাতেই। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement