ভারতে পেট্রোল সেঞ্চুরি পার করেছে, ডিজেলও ক্রমশ এগোচ্ছে একশোর পথে। জ্বালানির মূল্য বৃদ্ধিতে দিশেহারা আমজনতা। কিন্তু ভুটানে চিত্রটা একেবারে আলাদ। সেখানে পেট্রলের দাম প্রতি লিটারে ৭২.৮০ টাকা, আর ডিজেলের দাম ৭০.৭২ টাকা।
ভারত-ভুটান সীমান্তের অবস্থিত জয়গাঁ। কিন্তু ভারতের সর্বশেষ শহর জয়গাঁয় নেই কোন পেট্রোল পাম্প। জয়গাঁর দেড়লাখ বাসিন্দারা নির্ভরশীল ভুটানের পেট্রোল পাম্পের উপর।
কারণ মাত্র দু'কদম গেলেই প্রতিবেশী দেশ ভুটানের পেট্রোল পাম্প। তবে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় এখন জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে।
দুই দেশের মধ্যে জ্বালানি তেলের দামে এতটাই তফাত ছিল যে, জয়গাঁর প্রায় ১০০ শতাংশ মানুষই ভুটানের পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল, ডিজেল কিনতেন।
কিন্তু প্রতিবেশী দেশে লাগাতার লকডাউনের কারনে দীর্ঘদিন ধরে বন্ধ ভুটানে প্রবেশের সমস্ত গেট।
ভুটান গেট বন্ধ থাকায় জয়গাঁর বাসিন্দারা ভুটানে গিয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন না। এর ফলে জয়গাঁর বাসিন্দারা জ্বালানি তেলের সমস্যায় ভুগছেন। জয়গাঁ থেকে হাসিমারার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এত দীর্ঘ পথ পেরিয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে হয়রানির মুখে পড়ছেন বাসিন্দারা।
সমস্যার সমাধানে ভারত-ভুটান সীমান্ত টাস্ক ফোর্সের হস্তক্ষেপ ও বিকল্প ব্যবস্থার দাবি করেছেন স্থানীয় মানুষজন।