Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : মেদিনীপুর শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল ত্রিফলা বাতি, দেখুন

শাজাহান আলী
  • মেদিনীপুর,
  • 26 Sep 2021,
  • Updated 4:36 PM IST
  • 1/5

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)। বাংলায় সরসরি এর প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বভাস রয়েছে। এই পরিস্থিতিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে ব্যবস্থা নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল মেদিনীপুর শহরের ত্রিফলাগুলির। 

  • 2/5

সাম্প্রতিককালে অতি বর্ষণে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে বেশকয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার তাই গুলাব প্রবেশের আগেই মেদিনীপুর পৌর (Midnapore Municipality) এলাকার বেশকয়েকটি জায়গায় খুলে নেওয়া হলো বিদ্যুতের তার। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল সমস্ত ত্রিফলা।

  • 3/5

একইসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়স্থল গুলোও নিশ্চিত করা হয়েছে। শনিবার থেকেই এই বিষয়ে মাইকিং শুরু করে মেদিনীপুর পৌরসভা। মাইকিং করে মানুষকে অপেক্ষাকৃত মজবুত আশ্রয়স্থলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

  • 4/5

এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে দু'দিন ধরে বিদ্যুতের তারের উপরে থাকা গাছের ডালপালা এবং অন্যান্য জিনিসপত্র সড়িয়েও দেওয়া হয়েছে। 

  • 5/5

রবিবার মেদিনীপুর পৌর এলাকায় থাকা বিভিন্ন ত্রিফলা বাতির (Triphala Light) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মাটির তলা দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলি পরীক্ষা করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement