Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Jawad আরও ভোগাাবে বাংলাকে, দুর্যোগ থেকে মুক্তি কবে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 05 Dec 2021,
  • Updated 4:51 PM IST
  • 1/14

Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এমনই পূর্বাভাস আবহাওয়াবিদদের। বাংলা থেকে দুর্যোগ কাটবে কবে? আবহাওয়াবিদরা জানাচ্ছে, জাওয়াদ আরও কিছুটা ভোগাবে বাংলাকে।

আরও পড়ুন: নামী হোটেলের রুমে গোপন ক্যামেরায় দম্পতির ঘনিষ্ঠ ছবি, ইংরেজবাজারে ধৃত ২
 

  • 2/14

এখন সেটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। পুরী থেকে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিকে আনুমানিক দূরত্ব ৭০ কিলোমিটার।

আরও পড়ুন: কালো গাউন, খোলা পিঠে মৌনী যেন জলপরী, তোলপাড় নেটদুনিয়া

  • 3/14

এটি আগামী ৩ ঘণ্টার শক্তি হারিয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ওডিশা উপকূল ধরে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। রাতে আরও শক্তি হারাবে। ৫ ডিসেম্বর মধ্যরাতে নিম্নচাপে পরিণত হবে।

আরও পড়ুন: মদের পুরনো স্টক নিয়ে বেজায় সমস্যায় বারমালিকেরা, বরফ-জলে কাজ হবে না!

  • 4/14

এর পর ৫ এবং ৬ ডিসেম্বর মানে সোমবার এবং মঙ্গলবার দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আরও পড়ুন: চাকরি পেতে ঝক্কি? এগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন

  • 5/14

৫ তারিখ দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

  • 6/14

দক্ষিণবঙ্গের বাকি জেলায় হাওড়া, কলকাতা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাবাদে ভারী বৃষ্টি হবে। কাল, সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

  • 7/14

৬ তারিখ নদিয়া, মুর্শিদাবাদে ভারী। শুধু দুই মেদিনীপুর ও বাংলাদেশের লাগোয়া জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ৭ তারিখ থেকে আবহাওয়ায় উন্নতি হবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের হাত ধরে বৃষ্টি। 

  • 8/14

পশ্চিমবঙ্গের উপকুলে ৪০-৫০ থেকে সর্বোচ্চ ৬০ কিমি বেগে হওয়া বইবে। ৬ তারিখের পর থেকে কমবে।

  • 9/14

দুই ২৪ পরগণা, ২ মেদিনীপুর ৩০-৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। যা সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে।

  • 10/14

মৎস্যজীবিদের ৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতার আজ, রবিবার থেকে কাল, সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হবে। 

  • 11/14

কিছু জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে। মেদিনীপুরে ফেরি সার্ভিস বন্ধ থাকবে।

  • 12/14

আগামীকাল, সোমবার ধীরে ধীরে উপকূল এলাকায় হাওয়ার গতিবেগ কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি।

  • 13/14

এর জেরে কলকাতার বিভিন্ন অংশে জল জমেছে। সমস্যায় পড়েছেন মানুষ। 

  • 14/14

বৃষ্টি চলতে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফলে সমস্যা আরও বাড়তে পারে। কারণ টানা বৃষ্টি হলে নিকাশির সমস্যা হয়। বৃষ্টি না থামা পর্যন্ত কোনও ব্য়বস্থা করা যায় না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement