রাজ্য জুড়ে শুরু হয়ে গেল দুয়ারে 'সরকার কর্মসূচি'। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। নির্দেশ মত এদিন রাজ্যের জেলায় জেলায় শিবির করে উপস্থিত থাকতে দেখা গেল সরকারি আধিকারিকদের। সরকারি বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে লম্বা লাইন পড়ল সাধারণ মানুষেরও। কাস্ট সার্টিফিকেট, জয় জোহর ও তাপসী বন্ধু পেনশন প্রকল্প, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে নাম নথিভুক্ত এবং যে কোনও সমস্যার সমাধান করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। কোভিড বিধি মেনেই হচ্ছে সমস্ত কাজকর্ম।
সর্বত্র সহায়তা কেন্দ্র খুলে সরকারি প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে মানুষের সমস্যা সমাধান করতে দেখা গেল আধিকারিকদের। পশ্চিম বর্ধমান, হাওড়া সহ বেশকিছু জেলায় জেলাশাসকদেরও দেখা গেল দুয়ারে সরকারের শিবিরে।
শুধু সরকারি অধিকারিকরাই নয় উপস্থিত থাকলেন মন্ত্রীরাও। হাওড়ায় দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত থাকলেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।
দুয়ারে সরকারের প্রায় সবকটি শিবিরেই দেখা গেল সাধারণ মানুষের লম্বা লাইন। কেউ লাইনে দাঁড়িয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, কেউ জব কার্ডের জন্য, কেউ কাস্ট সার্টিফিকেটের জন্য কেউ আবার রেশন কার্ড আপডেটের জন্য।
এই প্রসঙ্গে সরকারি আধিকারিকর জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়াই দুয়ারে সরকারের প্রধান উদ্দেশ্য। এই কর্মসূচির ফলে মানুষের অনেকটাই সুবিধা হবে বলেই আশাবাদী তাঁরা।
করোনা কালে এই আয়োজন। তাই যাবতীয় ব্যবস্থাপনাই হয় কোভিড বিধি মেনে। রাখা হয় মাস্ক, স্যানিটাইজার ও থার্মাল গান। এছাড়া কোথাও যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন ছিল পুলিশ।