Advertisement

পশ্চিমবঙ্গ

Jhulan Purnima 2021 : ঝুলনে বিশেষ আকর্ষণ, করোনা হাসপাতাল গড়লেন হুগলির মৃৎশিল্পী

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 22 Aug 2021,
  • Updated 10:49 AM IST
  • 1/6

আজ ঝুলন (Jhulan Purnima 2021)। সেই উপলক্ষ্যে নিজের হাতে গড়া মাটির পুতুল দিয়ে সম্পূর্ণ করোনা (Corona) হাসপাতাল তৈরি করে ফেললেন হুগলির (Hooghly) বলাগরের মৃৎশিল্পী তপতী মজুমদার। 

  • 2/6

দীর্ঘ ২৫ বছর ধরে ঝুলন উৎসবে মাটির পুতুল বানিয়ে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ঝুলনে তাঁর চমক করোনা হাসপাতাল।

  • 3/6

বিগত দেড় বছর ধরে ভারত তথা প্রায় গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা অতিমারী। এবার সেই অতিমারীর বিরুদ্ধে সচেতনতায় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষ্যে গোটা একটা হাসপাতাল বানিয়ে ফেলেছেন তপতী মজুমদার। 

  • 4/6

সেখানে নিজের হাতে গড়া মাটির পুতুল দিয়ে করোনার ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে রোগীর স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি। পাশাপাশি সমাজকে সচেতন করতে ডাক্তার নার্স ও রোগীদের মুখে মাস্ক পরা পুতুলও রেখেছেন তিনি। এক জায়গায় আবার দেখা যাচ্ছে, খোলাবাজারে একজন মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় তাঁকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।

  • 5/6

মৃৎশিল্পী তপতী মজুমদার জানাচ্ছেন বাংলা পঞ্জিকা অনুযায়ী রবিবার সন্ধ্যা পর্যন্ত নিয়ম মেনে চলবে ঝুলনের পুজোপাঠ। তিনি আরও জানাচ্ছেন, দোলের পর ঝুলন পূর্ণিমাই হল বৈষ্ণবদের অন্যতম বড় উৎসব। 

  • 6/6

পৌরাণিক মত অনুসারে, এটি হল প্রেমের উৎসব। ঝুলনের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ লীলাসঙ্গিনী রাধারানীকে প্রেম নিবেদন করেছিলেন। এই দিনে দোলনায় রাধারানিকে প্রেম নিবেদন করেছিলেন শ্রীকৃষ্ণ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement