Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: আজ থেকেই নিম্নচাপের বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2021,
  • Updated 7:19 AM IST
  • 1/6


আজ থেকেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করবে গভীর নিম্নচাপ (Deep Depression)। ২৩ জুলাই নাগাদ তা সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হবে। যার জেরে এদিন থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশায়। পাশাপাশি  পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও চলবে বৃষ্টি।

  • 2/6

আজ ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। এদিন  রাজ্যের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্তমানে পশ্চিমবঙ্গের উপরে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয় রয়েছে।

  • 3/6

চলতি সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে  বুধবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়  বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
 

  • 4/6

এদিকে দক্ষিণবঙ্গ নিয়ে হাওয়া অফিস বলছে  বুধবার  উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে  বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

  • 5/6

মঙ্গলবার মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ,  আপাতত এই আবহাওয়া থেকে পরিত্রাণ নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।  আজকেও কলকাতার  আকাশ অংশত মেঘলা থাকবে । বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।  বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
 

  • 6/6

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকল  ২৭.৬  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১  ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২  শতাংশ ও সর্বনিম্ন ৬৮  শতাংশ। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement