লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে (North Bengal)। আজ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, ১ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান কমলেও তা জারি থাকবে।
আর এই বৃষ্টির ফলে দার্জিলিং-কালিম্পংয়ের মতো জায়গাগুলিতে ভূমিধস, দৃশ্যমানতা কমে যাওয়া বা নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন - কিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা
অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আজ আংশিক মেঘলা আকাশ ও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
ফলে তাপমাত্রারও কোনও উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না।
আরও পড়ুন - কর্মীর অ্যাকাউন্টে ভুল করে ঢুকল একসঙ্গে ২৮৬ মাসের মাইনে, তারপর...
অন্যদিকে কলকাতায় (Kolkata) আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে কয়েক জায়গায় হতে পারে বৃষ্টি।
শহর কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।