Advertisement

পশ্চিমবঙ্গ

রাজমিস্ত্রি থেকে কোটিপতি, ঘুরল কীভাবে মহিদুলের ভাগ্যচক্র ?

সুজাতা মেহরা
  • 27 Nov 2020,
  • Updated 9:21 PM IST
  • 1/6

ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা কল্পনাও করতে পারেননি পূর্বস্থলীর বাসিন্দা মহিদুল শেখ। লটারির টিকিক কেটে কোটিপতি হয়ে গিয়েছেন তিনি । ছবি- নিজস্ব

  • 2/6

বুধবার সকালে তিনি লটারির টিকিট কাটেন। সন্ধ্যাবেলায় দেখা যায় তার টিকিটটি ১ কোটি টাকা জিতে গিয়েছে। আর এই খবর পাওয়া মাত্রই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।  ছবি নিজস্ব

  • 3/6

স্বামী ও স্ত্রী পরামর্শ করে গতকাল থানায় হাজির হন। সেখানে পুলিশকে গোটা বিষয়টি খুলে বলেন তিনি। স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। কিন্তু বৃহস্পতিবার ধর্মঘটের জেরে ব্যাঙ্কে যেতে পারেনি ওই দম্পতি।  ছবি নিজস্ব

  • 4/6

শুক্রবার ফের ব্যাঙ্কে যাওয়ার কথা রয়েছে ওই দম্পতির। সেখনেই ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি টিকিটটি জমা দিতে পারেন।  প্রতীকী ছবি-রয়টার্স

  • 5/6

রুজিরুটির টানে নিত্যদিন পরিশ্রম করা সামান্য দম্পতির যে ভাগ্য এভাবে ঘুরে যাবে তাতে হতবাক হয়ে গিয়েছেন সকলে। প্রতীকী ছবি-রয়টার্স
 

  • 6/6

বিপুল পরিমাণে এই টাকা জেতায় খুশির হাওয়া মহিদুলের পরিবারে। এতো বিরাট পরিমাণ টাকা জেতায়, কী করবেন তা ভেবেই কুল পাচ্ছেন না তাঁরা। প্রতীকী ছবি-রয়টার্স

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement