শহর কলকাতায় (Kolkata) সকাল থেকেই চলছে মেঘ-রোদ্দুরের খেলা। মাঝেমধ্যেই চলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জনাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আকাশ মূলত মেঘলাই থাকবে। বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের (South Bengal) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে।
সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের (North Bengal) ওপরের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারমধ্যে ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত।
আরও পড়ুন - একনাথের আরও একটা জয়, স্পিকার নির্বাচনে জয় বিজেপি প্রার্থীর
তবে বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ওইদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
হাওয়া অফিস জানাচ্ছে, গোয়ালিয়ার, সিদ্ধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে।
আরও পড়ুন - একদম নতুন, ৩ ধামাকা প্ল্যান আনল BSNL, শুরু মাত্র ৯৯ টাকায়
আগামী ২৪ ঘন্টায় উত্তর ওড়িশা উপকূলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি একটি অফসোর অক্ষরেখা রয়েছে দক্ষিণ গুজরাট থেকে উত্তর মহারাষ্ট্র পর্যন্ত।
এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু রাজ্যে। দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কঙ্কন ও গোয়া তে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাট, কর্ণাটক, কেরল-সহ পশ্চিমের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যেও।