Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Rain Update: বৃহস্পতি থেকেই ভারী বৃষ্টির সতর্কতা, পূর্বাভাস হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2022,
  • Updated 6:45 PM IST
  • 1/9

কখনও মেঘলা আকাশ, হালকা হাওয়া। পরক্ষণেই চড়া রোদ, হাঁসফাঁস গরম। সোমবার দিনের বেশিরভাগ সময়টাতে এমনটাই ছিল আবহাওয়া। 

  • 2/9

হাওয়া অফিস বলছে, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও তা দুর্বল রয়েছে, ফলে আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 3/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে, যার অবস্থান যা উত্তর উড়িশা এবং ঝড়খণ্ডের উপর। একটা অক্ষরেখা অতিক্রম করছে জয়সালমীরের উপর দিয়ে। এই দুটো সিস্টেম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে। 
 

  • 4/9

ফলে আমাদের রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষা আপাতত দুর্বল থাকবে।  

  • 5/9

এই মুহূর্তে কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 
 

  • 6/9

দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরে থাকবে।
 

  • 7/9

 কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বিশেষ করে দিনের বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত। 
 

  • 8/9

তবে আগামী ৭ তারিখের পর থেকে আবহাওয়ায় ক্ষেত্রে  উল্লেখযোগ্য পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
 

  • 9/9

তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement