Advertisement

পশ্চিমবঙ্গ

Rain Alert: আজও ভারী বৃষ্টি রাজ্যের ৯ জেলায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2022,
  • Updated 7:59 AM IST
  • 1/11

লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। অন্যদিকে বিক্ষিপ্ত  বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।
 

  • 2/11

যদিও রবিবার  দুপুরের পর স্বস্তির বৃষ্টি পেয়েছিল  দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা।

  • 3/11

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া  দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পরিস্থিতি আগামী ২-৩ দিনে তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
 

  • 4/11

হাওয়া অফিস বলছে, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

  • 5/11

বৃষ্টি কিছুটা বেশি থাকবে রাজ্যের  পশ্চিমের দিকে জেলাগুলোয়। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
 

  • 6/11

পরবর্তী দুদিন অর্থাৎ ৭ ও ৮ তারিখ থেকে   বৃষ্টি  কমে যাবে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। প্রধানত হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি  চলবে।

  • 7/11


 উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত মাঝারি ধরনের চলবে। তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে ।

  • 8/11

এদিন বিশেষ করে উত্তরের ওপরের পাঁচটা জেলা অর্থাৎ  দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
 

  • 9/11


উত্তরবঙ্গের ক্ষেত্রেও ৭-৮ তারিখের থেকে বৃষ্টি কমবে। তবে দু -এক জায়গায় হালকা  বিক্ষিপ্ত বৃষ্টি  থাকবে।

  • 10/11

 কলকাতা ক্ষেত্রে আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে, সেইসঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

  • 11/11

এদিনও বিকালের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনা ও হুগলিতে। আগামী দুই দিন বিকালে এই ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement