Advertisement

পশ্চিমবঙ্গ

কৃষ্ণনগরে ৩ দিন ঘরে পড়ে মায়ের পচা-গলা দেহ, তালা দিয়ে বেপাত্তা ছেলে

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • কৃষ্ণনগর,
  • 25 Aug 2021,
  • Updated 4:55 PM IST
  • 1/5

ঘরে পড়ে মায়ের মৃতদেহ, বাড়িতে তালা দিয়ে পলাতক ছেলে। পচা দুর্গন্ধ পেয়ে জানতে বিষয়টি পারলেন প্রতিবেশীরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণনগরে (Nadia Krishnanagar)। 

  • 2/5

জানা গিয়েছে, ছেলে সুমন আচার্যকে নিয়ে থাকতেন মা ঝরনা আচার্য। ঝরনা আচার্যের স্বামী সুশান্ত আচার্য বছর ছয়েক আগে মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার জেরে ভুগছিলেন ঝরনা আচার্য। 

  • 3/5

ধরনা আচার্যের রক্তে সংক্রমণজনিত সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। অন্যদিকে সুমনও কিছুটা মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয় সূত্রে খবর। এরপর সোমবার মারা যান ধরনা আচার্য। আর তারপরেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় সুমন।

  • 4/5

এই প্রসঙ্গে সুমন জানাচ্ছে, মায়ের মৃত্যুর পর প্রচণ্ড ভয় পেয়ে যায় সে, তাই বাড়ি থেকে পালিয়ে যায়। প্রথমে পিসির বাড়ি ও পরে কাকার বাড়ি যায় সে। (সুমন আচার্যের ছবি)

  • 5/5

এদিকে বুধবার সকালে পচা দুর্ঘন্ধ পাওয়ার পর গোটা বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement