Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: এখনও প্রতিমা তৈরির বরাত পাননি, মাথায় হাত মৃৎশিল্পীদের

সুজাতা মেহরা
  • বর্ধমান ,
  • 06 Jul 2021,
  • Updated 4:13 PM IST
  • 1/7

হাতে আর মাত্র ৩ মাস। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু, এখনও প্রতিমার বরাত পাননি শিল্পীরা। তাই তাঁদের মাথায় হাত। 

  • 2/7

করোনা পরিস্থির কারণে, এবারও পুজো জাঁকজমক করে হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এতে সবথেকে বেশি বিপদে পড়েছেন মৃৎশিল্পীরা। তাঁদের বক্তব্য, সারাবছর এই দুর্গাপুজোর বরাতের দিকেই চেয়ে থাকেন তাঁরা। কারণ, দুর্গা প্রতিমা বানিয়ে যা উপার্জন হয়, তা দিয়েই বছর চলে। তবে এবার ছবিটা আলাদা। 

  • 3/7

যেমন বর্ধমানের শাঁখারিপুকুরের 'মাটি মায়া' সংস্থার কর্ণধার সিদ্ধার্থ পাল। তাঁর প্রতিমা প্রতিবছর বিদেশে পাড়ি দেয়। এবার সেই সবের বরাত পাননি। 

  • 4/7

অন্যবার বৈশাখ মাস থেকেই কাজ শুরু করে দেন তিনি। এবছর বরাত পাননি। তাই কাজ শুরু করতে পারেননি।

  • 5/7

এমন অনেক শিল্পী রয়েছেন, যাঁরা মাটির কাজের পাশাপাশি ছবি আঁকা শেখান। কিন্তু, করোনার কারণে ক্লাস বন্ধ। তাই উপার্জনের সেই পথও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। 

  • 6/7

সিদ্ধার্থ পাল যেমন জানালেন, 'আমার ছাত্ররা আসতে পারছে না। তবে বেতন পাচ্ছি। সেটাই ভরসা। এখনও ধারদেনা করতে হয়নি। তবে কতদিন এভাবে চলবে জানি না।' 

  • 7/7

একই কথা জানালেন বর্ধমানের অন্য মৃৎশিল্পীরা। তাঁরা বললেন, 'এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। করোনা খুব তাড়াতাড়ি চলে যাক। সেটাই আমরা চাইব। তাহলে ফের সুদিন ফিরে আসবে।'  

Advertisement
Advertisement