শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায়।
সঙ্গে হতে পারে বজ্রপাত। এক্ষেত্রে বজ্রপাতের সময় মানুষজনকে সুরক্ষিত স্থানে থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন - এই গ্রামের অধিকাংশ মানুষই 'যৌন অপরাধী'
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ৩-৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal)।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আজ থেকে কমতে পারে বৃষ্টি।
সেক্ষেত্রে আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমান বেশি থাকায় বজায় বয়েছে অস্বস্তি।