Advertisement

পশ্চিমবঙ্গ

Rain In Winter : রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, ফের কবে নামবে তাপমাত্রা?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 12 Jan 2022,
  • Updated 5:14 PM IST
  • 1/6

পশ্চিম ঝঞ্ঝার জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ বুধবার উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হবে হালকা বৃষ্টি।

  • 2/6

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ শিলাবৃষ্টিও হতে পারে। 

  • 3/6

তবে আগামিকাল বৃহস্পতিবার বৃষ্টি কমার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, আগামী পড়শুদিন অর্থাৎ ১৪ তারিখ উপকূলীয় জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি।

  • 4/6

১৫ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং ১৬ তারিখ পুরোপুরি কেটে যাবে পশ্চিমী ঝঞ্ঝা। 

  • 5/6

অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। 

  • 6/6

রাতের দিকের তাপমাত্রারও আগামী ২-৩ দিন খুব বেশি পরিবর্তন হবে না। তবে ৩ দিন পর থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement