পশ্চিম ঝঞ্ঝার জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ বুধবার উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হবে হালকা বৃষ্টি।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ শিলাবৃষ্টিও হতে পারে।
তবে আগামিকাল বৃহস্পতিবার বৃষ্টি কমার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, আগামী পড়শুদিন অর্থাৎ ১৪ তারিখ উপকূলীয় জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি।
১৫ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং ১৬ তারিখ পুরোপুরি কেটে যাবে পশ্চিমী ঝঞ্ঝা।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা।
রাতের দিকের তাপমাত্রারও আগামী ২-৩ দিন খুব বেশি পরিবর্তন হবে না। তবে ৩ দিন পর থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।