নদিয়ার শান্তিপুরের জলেশ্বর তেলিপাড়া থেকে উদ্ধার হল ৭টি বিরল পেঁচা। এলাকার একটি বাড়ির ছাদে পেঁচাগুলি বাসা বাঁধে। তারপরেই বাড়ির সদস্যরা খবর দেন বন দফতরে। (সব ছবি নিজস্ব)
বন দফতরের কর্মীরা এসে পেঁচাগুলি উদ্ধার করে নিয়ে যান। বেশ কয়েকদিন ধরে ওই বাড়ির ছাদে পেঁচাগুলি থাকছিল বলে খবর।
স্থানীয়দের দাবি, ওই বাড়িটিতে কেউ থাকেন না। তার জন্য হয়তো পেঁচাগুলি থাকতে শুরু করেছিল।
এদিন সকালে বাড়ির সদস্যরা হঠাৎ এসে লক্ষ্য করেন একাধিক বিরল প্রজাতির পেঁচা ছাদে ঘুরছে। এরপরেই বন দফতরে খবর দেন তাঁরা।
প্রত্যেকটি পেঁচাই বিরল প্রজাতির। আপাতত বন দফতরের তৎপরতায় উদ্ধার করা হয়েছে পেঁচাগুলিকে।
কোথা থেকে পেঁচাগুলি এই এলাকায় এল তা এখনও স্পষ্ট নয়। এখন এই বাড়ি ছেড়ে নতুন বসবাসের জায়গা পেতে চলেছে পেঁচাগুলি।