Advertisement

পশ্চিমবঙ্গ

বাড়ির ছাদে ঘাপটি মেরে 'অচেনা অতিথিরা', শান্তিপুরে উদ্ধার বিরল পেঁচার দল

  • 1/6

নদিয়ার শান্তিপুরের জলেশ্বর তেলিপাড়া থেকে উদ্ধার হল ৭টি বিরল পেঁচা। এলাকার একটি বাড়ির ছাদে পেঁচাগুলি বাসা বাঁধে। তারপরেই বাড়ির সদস্যরা খবর দেন বন দফতরে। (সব ছবি নিজস্ব)

  • 2/6

বন দফতরের কর্মীরা এসে পেঁচাগুলি উদ্ধার করে নিয়ে যান। বেশ কয়েকদিন ধরে ওই বাড়ির ছাদে পেঁচাগুলি থাকছিল বলে খবর।

  • 3/6

স্থানীয়দের দাবি, ওই বাড়িটিতে কেউ থাকেন না। তার জন্য হয়তো পেঁচাগুলি থাকতে শুরু করেছিল।

  • 4/6

এদিন সকালে বাড়ির সদস্যরা হঠাৎ এসে লক্ষ্য করেন একাধিক বিরল প্রজাতির পেঁচা ছাদে ঘুরছে। এরপরেই বন দফতরে খবর দেন তাঁরা।
 

  • 5/6

প্রত্যেকটি পেঁচাই বিরল প্রজাতির। আপাতত বন দফতরের তৎপরতায় উদ্ধার করা হয়েছে পেঁচাগুলিকে।
 

  • 6/6

কোথা থেকে পেঁচাগুলি এই এলাকায় এল তা এখনও স্পষ্ট নয়। এখন এই বাড়ি ছেড়ে নতুন বসবাসের জায়গা পেতে চলেছে পেঁচাগুলি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement