মার্চের প্রথম সপ্তাহ থেকেই গরম পড়েছে রাজ্যে। ইতিমধ্যেই তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
মার্চের প্রথম সপ্তাহ থেকেই গরম পড়েছে রাজ্যে। ইতিমধ্যেই তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
আপাতত নতুন সপ্তাহের প্রথম পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।
এদিকে আগামী কয়েকদিনে বাংলায় দিনের তাপমাত্রা বাড়লেও উত্তর-পশ্চিম ভারতের তুষারপাত আর দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
কলকাতায় আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় অনুভূত শীতের আমেজ এবার কমবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ ।
দক্ষিণবঙ্গের মত আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন-চার দিন।
উত্তরবঙ্গে আগামী সপ্তাহে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণের মতোই। আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। রাতের তাপমাত্রা খুব একটা না বাড়লেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। বর্তমানে এটির দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে চেন্নাই উপকূল থেকে ২৭০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। ক্রমশ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপের সিস্টেমটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও দক্ষিণ ভারতের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা এও বলছেন, জলীয় বাষ্প রাজ্যে ঢুকলে শুকনো গরম থেকে রেহাই মিললেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন বঙ্গবাসী।
উত্তর-পশ্চিম ভারতের পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে। গতকাল রাতেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে 8 ই মার্চ মঙ্গলবার। এর ফলে কাশ্মীর ও হিমাচল প্রদেশের উপর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।