Advertisement

পশ্চিমবঙ্গ

Winter In West Bengal : আবার পারদ চড়ার পূর্বাভাস, কনকনে ঠান্ডা আর কতদিন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2023,
  • Updated 5:19 PM IST
  • 1/7

রাজ্যে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। আগামী কয়েকদিনেও তা অব্যাহত থাকবে বলেই খবর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ৩ দিনে রাজ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। 

  • 2/7

তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রার অধিক পতন হবে। 

  • 3/7

কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে। এমনকী কলকাতায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। 

আরও পড়ুন - মালদায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, DJ বাজানোর প্রতিবাদের জের?

  • 4/7

সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। 

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) থাকতে পারে ঘন কুয়াশা। ২৪ ঘন্টা পর কুয়াশার প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে। 

  • 6/7

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। রবিবারও একই রকম থাকবে আবহাওয়া। 

  • 7/7

তবে সোমবার থেকে ফের সাময়িকভাবে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হওয়া কিছুটা গতি হারাবে। তবে শীতের আমেজ বজায় থাকবে।

Advertisement
Advertisement