Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : বঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, এরপরই কি জাঁকিয়ে শীত?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 14 Nov 2021,
  • Updated 2:43 PM IST
  • 1/7

বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প পূর্ণ বাতাসের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। 

  • 2/7

১৬ তারিখ থেকে ফের আবহাওয়া ফের শুষ্ক হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, ১৬ তারিখে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • 3/7

আকাশ যেহেতু মেঘলা থাকবে তাই আগামী মঙ্গলবার (Tuesday) পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তারপর দিনের তাপমাত্রা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। 

  • 4/7

অন্যদিকে আগামী ৪৮ ঘন্টা রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তারপরে অবশ্য রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। 

  • 5/7

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতার (Kolkat) ক্ষেত্রে তাপমাত্রা এখন যেমন চলছে তা আগামী ৪৮ ঘন্টা বজায় থাকবে। 

  • 6/7

আজ রবিবার (Sunday) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

  • 7/7

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে আকাশ মূলত পরিচ্ছন্নই থাকবে। তাপমাত্রাও কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে পুরোপুরি শীত কবে থেকে পড়বে সেটা এখনও স্পষ্টভাবে জানায়নি হাওয়া অফিস।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement