Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: বড়দিনে ৪ ডিগ্রি চড়বে পারদ, কড়া শীতের কী পূর্বাভাস?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2022,
  • Updated 5:00 PM IST
  • 1/11

ডিসেম্বরের শেষ এসে গিয়েছে, এদিকেও তাও বঙ্গে থিতু হচ্ছে না শীত। এমনকি বড়দিনেও সেভাবে তাপমাত্রার পারদপতনের কোনও সম্ভবনা নেই।

  • 2/11

তবে কলকাতা শহরে  বুধবার সকালে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন  তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
 

  • 3/11

এদিকে, রাজ্যের  পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতার তুলনায় শীতের আমেজ একটু বেশি তুলনামূলকভাবে। 

  • 4/11

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যের ওপর মেজর কোনও  ওয়েদার সিস্টেম নেই। উত্তর-পশ্চিম দিক থেকে উত্তুরে হাওয়া ঢুকছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। 
 

  • 5/11

শুক্রবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না দুই বঙ্গে। এই ঠান্ডাটাই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বজায় থাকবে। 
 

  • 6/11

উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২৩ তারিখের পর থেকে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
 

  • 7/11

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর আর মালদায় ঘন কুয়াশা থাকবে।  বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা.
 

  • 8/11

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা।  বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

  • 9/11

মূলত ২৪ তারিখ নাগাদ   বঙ্গোপসাগরে নর্থ বে অঞ্চলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। তাতে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে।  আর তার জেরেই  ২৩ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে।
 

  • 10/11

বড়দিন ক্রিসমাস ঠান্ডা কমে যাবে, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সব জায়গাতেই। 

  • 11/11

স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় কার্যত শীতের আমেজ সেভাবে থাকবে না এবারের  বড়দিনে।

Advertisement
Advertisement