Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Report : ঈদের দিনেও কি বৃষ্টি হবে? পড়ুন আবহাওয়ার খবর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2021,
  • Updated 7:47 AM IST
  • 1/5

আজ খুশির ঈদ (Eid)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) বলছে ঈদের দিনেও হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, আজও শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলের আকাশ অংশিক মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বইতে পারে ঝড়ো হাওয়া।

  • 2/5

শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

  • 3/5

প্রসঙ্গত চলতি মাসের প্রথম দিক থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। প্রায় রোজই কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। 

  • 4/5

কোনও কোনও দিন তো কয়েক ঘণ্টার বৃষ্টির জেরে মহানগরীর বেশ কয়েক জায়গায় জলও জমে যায়। তবে প্রায় রোজই বৃষ্টি হওয়ায় কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে গরম। যা একটু হলেও স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গবাসীকে।

  • 5/5

অন্যদিকে আবার করোনা পরিস্থিতির মাঝে এই বৃষ্টির জেরে বিপাকে পড়ছেন চাষিরা। কারণ করোনার কারণে একদিকে ফসল কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না, অন্যদিকে আার যেটুকু ফসল কাটা যাচ্ছে তাও বৃষ্টির কারণে শোকানো যাচ্ছে না। ফলে সমস্যার সম্মুখীন চাষিরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement