Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Updates : শীত অতীত, ফের রাজ্য়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, জানাল আলিপুর

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 30 Nov 2021,
  • Updated 7:52 AM IST
  • 1/10

Weather Updates: আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকবে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। আগামী দিন দুয়েক এমনই থাকবে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তারা আরও জানাচ্ছে, তারপর দু'দিন পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

  • 2/10

দু-একদিন এখন যে রকম ঠান্ডা রয়েছে, সেই রকম ঠান্ডা থাকবে। তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফলে ঠান্ডা একটু কমবে ৩ ডিসেম্বর নাগাদ।

  • 3/10

দুই ২৪ পরগণা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছুটা এবং হাওড়া- এই অঞ্চলগুলির উপর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: PWD ইঞ্জিনিয়ারের বাড়িতে জলের বদলে বেরোচ্ছে টাকা! মাথায় হাত দুর্নীতি দমন শাখার

  • 4/10

এবং ৪ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে।

  • 5/10

আন্দামান সাগরে আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপটি প্রথমে পশ্চিম এবং পূর্ব-পশ্চিম দিকে এগিয়ে একটু ক্ষমতা বাড়িয়ে সমুদ্রের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • 6/10

ফলে আন্দামানে ৩০ নভেম্বর এবং ১-২ ডিসেম্বর- এই তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। ফলে আন্দামানের ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটতে পারে। 

  • 7/10

পশ্চিমবঙ্গ থেকে যাঁরা বেড়াতে যান, তাঁদের জন্য বলা হচ্ছে ৩০ নভেম্বর এবং ১-২ ডিসেম্বর আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। 

  • 8/10

এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোনও জায়গায় কোনও সতর্কতা নেই এখনও পর্যন্ত। ৪ তারিখ পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে।

  • 9/10

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিক। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

  • 10/10

দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক প্রকৃতির থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়কেদিন সেখানে এমন থাকতে পারে বলে পূর্বাভাস।

Advertisement
Advertisement