Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Update : উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দক্ষিণের কিছু জেলায় বেশি বর্ষণের সম্ভাবনা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2022,
  • Updated 12:55 PM IST
  • 1/7

দক্ষিণবঙ্গে বর্ষা এখনও দুর্বল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত দিন তিনেক দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।

  • 2/7

তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। 

আরও পড়ুন৫ বছর ধরে বিয়ে হচ্ছে না, শহরজুড়ে পোস্টার দিলেন যুবক; কী লেখা জানেন?

  • 3/7

 ২৯ ও ৩০ তারিখ তুলনামূলকভাবে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে আপাতত ভারী বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 4/7

হাওয়া অফিস জানাচ্ছে আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বিক্ষিপ্তভাবে ২-১ পশলা বৃষ্টি। 

আরও পড়ুনচাঁদের মাটি খাওয়া আরশোলার দেহ নিলামে, ফেরৎ চাইছে NASA

  • 5/7

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। 

  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি বাড়বে। আজ ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের ২-১টি জায়গায়  ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

  • 7/7

বৃষ্টি কিছুটা বাড়বে ২৮ ও ২৯ তারিখ। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও দার্জিলিংয়ে। তবে ৩০ তারিখ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement