Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Kolkata Weather Forecast : রাজ্যের কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে, বলছে আবহাওয়া দফতর

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • Updated 7:54 AM IST
  • 1/12

West Bengal rain Kolkata Weather Forecast: অপেক্ষার অবসান। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কম-বেশি সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হবে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

  • 2/12

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৩৬ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হবে। এর পাশাপাশি দু-এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 

  • 3/12

কোন কোন জেলায় বৃষ্টি হবে? সে ব্যাপারে তাঁরা জানাচ্ছেন, উপকূলের কাছাকাছি জেলায় সম্ভাবনা বেশি। বিশেষ করে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর। সেখানকার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/12

৩ জুলাই মানে রবিবার তা একটু কমে যাবে। তখন প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় তেমন পরিস্থিতি থাকবে।

  • 5/12

৪ এবং ৫ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। তখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি জেলায় কিছুটা প্রভাব বেশি থাকবে। 

  • 6/12

কেমন থাকবে আগামী কয়েকদি উত্তরবঙ্গের আবহাওয়া? এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানকার ৫ জেলায় প্রভাব বেশি থাকবে।

  • 7/12

সেই পাঁচ জেলা হল- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এর মধ্যে আবার কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: হালুয়ার বদলে মিষ্টি, এবার বাজেট-রীতিও বদল মোদী সরকারের

আরও পড়ুন: ক্লাস ১০-এ ৫০ শতাংশ নম্বর থাকলে বছরে ১২ হাজার টাকার স্কলারশিপ

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা দাম বাড়ছে পাঁউরুটির, ঘোষণা বেকারি মালিকদের

  • 8/12

আজ, শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

  • 9/12

৪-৫ তারিখেও ওই জেলাগুলোর দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সামগ্রিক ভাবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। তবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

  • 10/12

উত্তরবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে। পরপর বেশ কয়েকবার তেমন হয়েছে। তবে দক্ষিণবঙ্গে তেমন পরিস্থিতি তৈরি হয়নি। 

  • 11/12

রাজ্যে বর্ষা ঢুকে গেছে। এ বার উত্তরবঙ্গে আগেভাগেই ঢুকেছে। তার জেরে সেখানে দফায় দফায় টানা বৃষ্টি হয়েছে। 

 

  • 12/12

তবে দক্ষিণবঙ্গের অবস্থা তেমন ছিল না। সেখানে বর্ষা ঢুকতে খানিকটা সময় নিয়েছে। মানে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার বেশ কয়েকদিন পর বর্ষা দক্ষিণবঙ্গে এসেছে। সেখানাকার মানুষ বর্ষার জন্য অপেক্ষা করেছেন। 

Advertisement
Advertisement