Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Depression Kalbaishakhi : তৈরি হচ্ছে নিম্নচাপ, আজ বাংলার কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 04 May 2022,
  • Updated 7:55 AM IST
  • 1/10

Bengal Depression Kalbaishakhi: মাঝে তাপপ্রবাহে জ্বলেছে বাংলা। এবং নিম্নচাপের চোখরাঙানি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। শক্তি কতটা বা বাড়বে গতিপথ কেমন হবে, সে ব্য়াপারে পরে জানানো হবে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

  • 2/10

তীব্র গরমে পুড়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া ছিল বেশ মনোরম প্রকৃতির। সেখানে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে। 

  • 3/10

আজ, বুধবারও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে। 

  • 4/10

৫ মে থেকে প্রভাবটা কমবে। বিশেষ করে ঝোড়া হাওয়ার প্রভাবটা। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

আরও পড়ুন: রিটার্ন দিয়েছে ১১, ৬৬৪ শতাংশ, মানে ১ লক্ষ টাকা রেখে পেয়েছেন ১ কোটি ১৭ লক্ষ

আরও পড়ুন: কালো মনোকিনিতে সিজলিং Avneet Kaur, নয়া লুকে ফ্য়ানেদের বুকে ঝড়

  • 5/10

৫ থেকে ৭ মে হালকা বৃষ্টি থাকবে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই।

  • 6/10

উত্তরবঙ্গেও তাই। সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ৫ থেকে ৭ মে। 

  • 7/10

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটা সিস্টেম দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটা পরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে শক্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কতটা বাড়বে, গতিপথ কী হবে, পরবর্তী সময়ে জানানো হবে। 

  • 8/10

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? এ ব্য়াপরে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, বুধবার (৪ মে) উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 9/10

এর পাশাপাশি এই সব ক'টি জেলার বিভিন্ন অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

  • 10/10

উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়্, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। 

Advertisement
Advertisement