Bengal Summer Update: মার্চের শুরুতেই রাজ্যে একলাফে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। বেলা বাড়লে পাল্লা দিয়ে বাড়ছে রোদের দাপটও।
আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টির (Rain) দেখা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
Rain Update: আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গ (South Bengal) কোনও জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশও পরিষ্কার থাকবে।
আপাতত দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। ধীরে ধীরে সামান্য বাড়বে তাপমাত্রা।
তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে না। কলকাতায় (Kolkata) আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।
Districts Weather Update: তবে জেলাগুলিতে এখনও ঠান্ডার আমেজ থাকবে। হাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব সামান্য আছে, সে জন্য জেলাগুলিতে ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে।
যে জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে রয়েছে সেখানে হালকা ঠান্ডার আমেজ থাকবে। দিনেরবেলায় গরম অনুভূত হবে।
তবে যেহেতু বাতাসে আর্দ্রতা কম, তাই খুব ঘাম হওয়ার সম্ভাবনা নেই।