West Bengal Weather Forecast: ঠান্ডা পড়লেও তা কতদিন, সংশয় দেখা দিয়েছে। কারণ ফের পশ্চিমি ঝঞ্ঝার পূর্বাভাস।
ইংরেজি নতুন বছরের প্রথম দিন তাপমাত্রা বেশ কম ছিল। ঠান্ডা উপভোগ করেছেন অনেকে। রবিবারও ছিল একই ছবি।
আরও পড়ুন: ঝমঝমিয়ে লোকাল চলতেই ফের জায়গা দখল ওদের! বাড়ছে কদর
দিন কয়েক এমনই থাকবে। তবে সমস্যার শুরু হতে পারে কাল, মঙ্গলবার থেকে। কারণ ফের পশ্চিমি ঝঞ্ঝার চোখরাঙানি।
আরও পড়ুন: নবদ্বীপের চরকি, সবংয়ের গাছবোমা-জলবোমা, কোন এলাকায় কোন বাজি বিখ্য়াত?
আর সে কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: তুলাইপাঞ্জি আর বাঁশকাঠি চালে ধামাকা অফার দিচ্ছে রাজ্য, মিলবে Whatsapp-এ
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ এবং ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: কৃষ্ণকলি আর চম্পাকলি, পুজোয় কে সি দাশের 'মিষ্টি' উপহার
সেইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকার কথা। কাল, মঙ্গলবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। পরের দিন মানে বুধবারও আকাশ পরিষ্কার থাকবে।
আরও পড়ুন: গোলাপী বিকিনিতে সি বিচে উষ্ণতা ছড়ালেন TV অভিনেত্রী
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই অবস্থা। মানে সেখানে শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন। এর পাশাপাশি আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলিসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। থাকবে কুয়াশাও।
আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেটা জানুয়ারি মাসের ৪ তারিখে।
ফলে এই যে তাপমাত্রা কম রয়েছে, তা বেশিদিন স্থায়ী না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। ৫ তারিখের পর রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে বলে। এমনই অনুমান আবহাওয়া দফতরের।