Advertisement

বিশ্ব

Afghanistan : আরও কাছে তালিবানি জঙ্গিরা , কাবুলের পতন সময়ের অপেক্ষা!

Aajtak Bangla
  • কাবুল,
  • 14 Aug 2021,
  • Updated 2:00 PM IST
  • 1/9

আফগানিস্তানে তালিবানি হিংসা ক্রমশ বাড়ছে। রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে তারা। এবার তারা দখল করল কাবুলের দক্ষিণপ্রান্তের এক জায়গা। এছাড়াও উত্তরের মাজার-ই-শরিফের উপরও শনিবার সকালে হামলা চালায় জঙ্গিরা। আফগান সরকারের এক আধিকারিক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। 

  • 2/9

আফগানিস্তানের সংসদ সদস্য হোমা আহমেদি জানান,  কাবুলের দক্ষিণপ্রান্তের ওই অঞ্চলটি জঙ্গিরা দখল করে নিয়েছে। আরও চিন্তার বিষয় হল, কাবুলের একটি জেলার কাছেও পৌঁছে গিয়েছে তারা। 

  • 3/9

প্রসঙ্গত, মাত্র ৩ সপ্তাহের মধ্যে কাবুলের উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্তের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে তালিবান। ইতিমধ্যেই দেশের ১২টি প্রদেশ নিজেদের দখলে এনেছে তালিবানরা। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পরই আগ্রাসী ভূমিকা নিয়েছে জঙ্গি গোষ্ঠী।

  • 4/9

উত্তরের বালখ প্রদেশের রাজ্যপাল মুনির আহমেদ ফারহাদ জানিয়েছেন, মাজার-ই-শরিফে চারদিক থেকে হামলা চালায় জঙ্গিরা। শহরের বাইরে সরকারি সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 

  • 5/9

বৃহস্পতিবার এই  মাজার-ই-শরিফেই গিয়েছিলেন আসরফ ঘানি। সেদিন তিনি জওয়া.নদের সঙ্গে সেখানে বৈঠক করেন। জঙ্গিদের কীভাবে আটকানো যায়, তা নিয়ে আলাচনা সারেন। তার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে এই জঙ্গিদের এই হামলা। 

  • 6/9

 বৃহস্পতিবারই গজনি প্রদেশের দখল নিয়েছে তালিবান। আফগানিস্তানের মোট ১০টিরও বেশি প্রদেশ এখন তালিবানি দখলে। যত সময় গড়াচ্ছে, ততই জঙ্গিরা কাবুলের দিকে এগিয়ে আসছে দ্রুত গতিতে। যদিও আফগানিস্তানের প্রধান জানিয়েছেন, তাঁরা কাবুলকে শেষরক্তবিন্দুদের বাঁচানার চেষ্টা করবেন। 

  • 7/9

আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে কর্মরত আমেরিকার অসামরিক নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে সেনা পাঠিয়েছে পেন্টাগন। 

  • 8/9

৯/১১-র হামলার পর থেকে প্রায় দুই দশক বিদেশি সেনা মোতায়েন ছিল আফগানিস্তানের মাটিতে। ২০০১-এর অক্টোবরে প্রাথমিক ভাবে আড়াই হাজার আমেরিকান সেনা তালিবান দমন অভিযান শুরু করে। চলতি বছরের প্রথম দিকে আমেরিকার প্রায় ৫ হাজার সেনা আফগান জনতার নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল। কিন্তু বাইডেনের নির্দেশে জুলাইয়ের গোড়ায় সেনা প্রত্যাহার শুরু হওয়ায় এখন তা ২,০০০-এর নীচে নেমে এসেছে।

  • 9/9

আর সেই সুযোগে ফের সক্রিয় হয়ে উঠেছে তালিবানি জঙ্গিরা। অনেকেই মনে করছেন, তালিবানিরা যেভাবে এগোচ্ছে, তাতে তাদের কাবুল দখল এখন সময়ের অপেক্ষা মাত্র। 

Advertisement
Advertisement