Advertisement

বিশ্ব

Nepal Photos: মিছিল, গুলি, মৃত্যু; জেনারেশন Z এর উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কাঠমান্ডু ,
  • 08 Sep 2025,
  • Updated 4:32 PM IST
  • 1/10

উত্তাল নেপাল। রাস্তায় নেমেছে হাজার হাজার যুবক-যুবতী। আগুন জ্বালানো হয়েছেো রাস্তায় রাস্তায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন অনেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ৫ জনের মৃত্যু হয়েছে। সংখ্যা বাড়তে পারে। জখম কমবেশি ৮০ জন। 
 

  • 2/10

এই বিক্ষোভের কারণ হল সেদেশের সরকার সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সেই নিষেধাজ্ঞা মানতে রাজি নয় সেখানকার যুব সমাজ। 
 

  • 3/10

নেপাল সরকার ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। কারণ হিসেবে বলা হয়, সংস্থাগুলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রকের কাছে রেজিস্ট্রেশন করেনি।
 

  • 4/10

সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই ফুঁসতে থাকে যুবসমাজ। তারা প্রতিবাদে গর্জে ওঠে। তাদের অভিযোগ, সরকার সেন্সরশিপ করছে। এর লক্ষ্য হল, যুব সমাজকে দমিয়ে রাখে। 
 

  • 5/10

এদিকে বিক্ষোভ চলাকালীন সরকারের তরফে ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জেনারেশন জেড প্রতিবাদ থেকে পিছু হটছে না। তাদের দাবি, 'সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।' 
 

  • 6/10

জেনারেশন জির দাবি, তাঁদের অনেকে রিলস বা ছোটো ভিডিও বানিয়ে জীবিকা নির্বাহ করেন। টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রামে রিল বানিয়ে তাঁরা সেখান থেকে আয় করছিলেন। তবে সোশ্যাল সাইট বন্ধ হওয়াতে সেটা আর হচ্ছে না। 
 

  • 7/10

এই প্রজন্মের অনেক তরুণ ব্লগিং, রিল এবং অন্যান্য ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে।
 

  • 8/10

সোমবার রাজধানী কাঠমাণ্ডুতে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার ছেলে মেয়ে বিক্ষোভে নামেন। পুলিশ তাদের দমনে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। 
 

  • 9/10

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের দুর্নীতি, বৈষম্য আর হতাশা থেকেই জন্ম নিয়েছে এই আন্দোলন, আর সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ছিল কেবল শেষ স্ফুলিঙ্গ।
 

  • 10/10

এদিন ছাত্র-যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুক‌ে পড়েন। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় রবার বুলেটও।

Advertisement
Advertisement