যেই শহর থেকে চারিদিকে করোনা ছড়িয়েছিল বলা হয়ে থাকে, সেই উহানের ছবিটা অনেকে এখন দেখলে চমকে উঠবেন। রীতিমতো সেখানে রাতেল বেলা পার্টি, খোশমেজাজে রয়েছেন উহানের বাসিন্দারা। (সব ছবি- রয়টার্স)
করোনাকালে লকডাউনের পরে বন্ধ হয়ে গেছিল সমস্ত নাইটক্লাব। কিন্তু এখন সেগুলি খুলেছে। সন্ধ্যা গড়াতেই উহানের সমস্ত ডিস্কো-পাব-নাইট ক্লাব ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেতে উঠতে দেখা যায়। এছাড়াও পরিবার কিংবা আপনজনের সঙ্গে ঘুরতে দেখা যায়।
এক বাসিন্দা জানান, করোনাকালে দীর্ঘ সময় লকডাউনে ছিলেন তাঁরা। বাড়ির বাইরে বেরনোর অনুমতি ছিল না তাঁদের কাছে। ফলে এক দমবদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন কাটছিল।
কিন্তু চিনা সরকারের কঠোর বিধিনিষেধের নিয়ম এখন কমে গিয়েছে। এখন নাইটক্লাবগুলিও চালু হওয়ার পরে আনন্দে সামিল সকলে।
করোনার প্রথম দিকে উহানেই বেশি সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকের মতে, উহান থেকেই বিশ্বের প্রথম করোনা সংক্রমণ ছড়ায়। যদিও চিন সেই দাবি মানতে চায়নি।
চিনে সরকারি হিসাবে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৬৩৪ জন। তার মধ্যে উহানেই কোভিড আক্রান্ত হয়েছে ৩৯০০ জন মারা গিয়েছেন।
বিগত কয়েকমাসে আর করোনার কোনও সংক্রমণ এখানে সামনে আসেনি। তাই লকডাউনের মুক্তির স্বাদ পেতে খুশির আনন্দে উহানের বাসিন্দারা।