Entertainment News Today 17th November 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
"আমার ছবিতে ঋতুদা-র সিনেমার প্রেক্ষাপট ব্যবহার করেছি..." 'একান্নবর্তী' প্রসঙ্গে মনখোলা আড্ডায় মৈনাক
বাঙালির সবচেয়ে বড় পুজো ও যৌথ পরিবার ঘিরে পরবর্তী ছবির গল্প বুনেছেন মৈনাক ভৌমিক। আগামী ১৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৈনাকের ফ্যামিলি ড্রামা 'একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন'। তার আগে আজতক বাংলার কাছে অকপট আড্ডা পরিচালকের।
৬৭ তম জাতীয় ফিল্ম পুরষ্কারে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন, উত্তর ২৪ পরগণা জেলার ছেলে বিশাখ জ্যোতি। ২০০৭ সালে গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা' -র মঞ্চ থেকে সঙ্গীতের যাত্রা শুরু হয় তাঁর।
'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'! শিলাদিত্যর পলিটিক্যাল ড্রামায় যশ- নুসরত
শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে পলিটিক্যাল ড্রামা 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। মুখ্য তিন চরিত্রের মধ্যে দুটিটে অভিনয় করছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।
নুসরত- নিখিলের বিয়ে অবৈধ! চূড়ান্ত রায় আলিপুর আদালতের
বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পর্ক, সন্তান ইত্যাদি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। শেষমেশ সব চর্চার ইতি। নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে বৈধ নয়, জানাল আলিপুর আদালত।
বাংলা, মহারাষ্ট্রের পর এবার বিদেশ! ওপার বাংলাতেও গোল করবে দেবের 'গোলন্দাজ'?
ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর (Nagendra Prasad Sarbadhikari) জীবন পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। কোভিডের ভীতি কাটিয়ে দীর্ঘদিন পর বাঙালি দর্শকদের হলমুখী করতে অনেকটাই স্বার্থক 'গোলন্দাজ'।
নীল বিকিনিতে সুইমিং পুলে 'ঝুমা বউদি' মোনালিসা, ছবি ভাইরাল
সবে উৎসবের মরশুম শেষ হয়েছে। উৎসবের সময় শাড়ি পরা ছবি পোস্ট করে সবার নজর কেড়েছিলেন বাঙালির ঝুমা বউদি। শৃঙ্গার ও লাস্যে যেন পরিপূর্ণ ছিলেন তিনি। তবে এবার একেবারে খোলামেলা পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। একেবারে বিকিনি পরা ছবি পোস্ট করলেন তিনি।
'আর বিলম্ব নয়...' ধূমপান ছাড়তে মরিয়া শ্রীলেখা
অনেকে চেষ্টা করেও কিছু বদ অভ্যাস ছাড়তে পারেন না। শত অসুবিধা সত্ত্বেও তাই সুখটানে ভাটা পড়তে দেন না অনেকে। তালিকায় রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র-ও (Sreelekha Mitra)। ধূমপানের কারণে গলায় ব্যথা। কথা বলতেও যেন কষ্ট হচ্ছে তাঁর। বুকে চাপ ধরা ভাব, যেন ঠিক করে প্রাণ-বাতাস টানতে পারছে না তাঁর ফুসফুস। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, ধূমপান একেবারেই ছেড়ে দেবেন।
শুধু ইমনের গান শুনবেন মদন! ঘোষণা করলেন ফেসবুক লাইভে
সরাসরি অনুষ্ঠান করতে পেরে শিল্পীদেরও ভালো লাগে। গানের ফিডব্যাক আসে সরাসরি। সংগীত শিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) সরাসরি ফিডব্যাক পেলেই, তার সঙ্গে পেলেন অনলাইনেও। যিনি ফিডব্যাক দিলেন তিনি আবার যে সে লোক নন, রাজ্যের বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। ফেসবুক লাইভে এসে মদনের ঘোষণা, এ বছর শুধুমাত্র ইমনের গানই বাজবে তাঁর গাড়িতে।