scorecardresearch
 

Film Wrap: ভালোবাসার বার্তা শ্রাবন্তীর, নারীদের সম্মান নিয়ে সোচ্চার নুসরত?

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন রাজনীতির ময়দানে পা রেখে। কার্যত লকডাউনে কী করছে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

Advertisement
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও নুসরত জাহান শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও নুসরত জাহান
হাইলাইটস
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

বাংলার নাচের রিয়্যালিটির শোয়ের মঞ্চে প্রথমবার সানি লিওন! 

গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'। তার মাঝেই বিশেষ চমক পেতে চলেছেন দর্শকেরা, শোয়ে হাজির থাকবেন প্রাক্তন পর্ন তারকা তথা বলিউড অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। সবিস্তারে পড়ুন... 


বাংলার জনপ্রিয়তার পর এবার তামিল -হিন্দিতে 'মিঠাই'- 'খড়কুটো

জনপ্রিয় দুই ধারাবাহিক (Bengali Serials) 'মিঠাই' (Mithai) ও 'খড়কুটো' (Khorkuto) দুই মেগার মাথায় উঠতে চলেছে নতুন পালক। বাংলায় সকলের মন জয় করার পর এবার দক্ষিণী- হিন্দি দর্শকদের মনোরঞ্জন করবে। সবিস্তারে পড়ুন... 


Bollywood Erotic Films: যৌন দৃশ্যে ভরপুর এই বলিউড ছবি বরাবর চর্চায় থেকে শিরোনামে!

পারিবারিক ড্রামা বহু দর্শক পছন্দ করলেও, বিপুল সংখ্যক দর্শক, বোল্ড দৃশ্য রয়েছে এই ধরণের ছবি পছন্দ করেন। চুমু কিংবা অন্তরঙ্গ দৃশ্য বলিউডে বহু দিন ধরে হয়ে আসছে। রেখা থেকে শুরু করে মল্লিকা শেরাওয়াত বাদ যাননি কেউ। সবিস্তারে পড়ুন... 


Venice Film Festival-এ আদিত্য বিক্রমের ছবি Once Upon A Time In Calcutta 

আদিত্য বিক্রম সেনগুপ্তের (Aditya  Vikram Sengupta) ছবি 'ওয়ানস আপন অ্যা টাইম ইন ক্যালকাটা' (Once Upon A Time In Calcutta) এবার পাড়ি দিল ভেনিসে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), ব্রাত্য বসু (Bratya Basu)। সবিস্তারে পড়ুন... 


একসঙ্গে পার্টি রিল ও রিয়েল লাইফের 'কৃষ্ণকলি'র! রীতিমতো আগুন ডান্স ফ্লোরে 

তিয়াসা রায় (Tiyasha Roy) এবং শ্রুতি দাসকে (Shruti Das)  চেনেন না এরকম কম বাংলা টেলিভিশনের দর্শক আছেন। রবিবার কাজের ফাঁকে কিছুটা সময় বের করে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় আড্ডা মারলেন দু'জনে। তবে শুধু আড্ডা না, সেই সঙ্গে ডান্স ফ্লোরে রীতিমতো আগুন ধরালেন দুই নায়িকা। সবিস্তারে পড়ুন... 

Advertisement


জওহরলাল নেহেরুকে বাংলা লোকসঙ্গীত শিখিয়েছিলেন নির্মলেন্দু চৌধুরী

বাংলার লোকগানকে দীর্ঘ একটা সময় ধরে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন নির্মলেন্দু চৌধুরী। তাঁর উদাত্ত কণ্ঠে মাটির সুর মন জয় করত শ্রোতা ও দর্শকদের। বিশেষত নির্মলেন্দু চৌধুরীর গলায় ভাটিয়ায়ী গান চোখে জল এনে দিত শ্রোতাদের। শোনা যায় তাঁর গানের ভক্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও। এমনকী জওহরলাল নেহেরু নাকি তাঁর কাছে কয়েকটি বাংলা লোকগানও শিখেছিলেন। সবিস্তারে পড়ুন... 


'ভালোবাসা ছাড়া আর আছে কী', কেন বললেন শ্রাবন্তী?

একটি সেলফি পোস্ট করে তার ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, 'There is only one happiness in life, to love and be loved...' অর্থাৎ, জীবনে শুধুমাত্র একটাই খুশির কারণ, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া...। ক্যাপশন দেখে অনেকেরই কিশোর কুমারের গাওয়া একটি গানের লাইন মনে পড়ে যেতে পারে, 'ভালোবাসা ছাড়া আর আছে কী...' সবিস্তারে পড়ুন... 


জনপ্রিয়তায় নায়কদেরও টক্কর দিতেন আমজাদ 'গব্বর' খান

অমন জাঁদরেল ভিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল। ডাকতদের নিয়ে ছবি বলিউডে কম হয়নি। তবে ডাকাত বললে যার কথা সবার আগে মনে পড়ে তিনি গব্বর ছাড়া আর কেউ নন। এই চরিত্র অমর করে রেখেছেন আমজাদ খান। আজ তাঁর মৃত্যু বার্ষিকী। এই অসামান্য অভিনেতাকে আজতক বাংলার তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য। সবিস্তারে পড়ুন... 


একা থাকতেই পছন্দ করেন কৃতি, নেই কোনও অ্যাফেয়ার

বলিউডে পা রেখেছেন মাত্র ৮ বছর আগে। কিন্তু এর মধ্যেই অভিনয় এবং লুকসে বাজিমাত করেছেন অভিনেত্রী কৃতি স্যানন। বাণিজ্যিক ছবিতে তিনি যেমন সফল, তেমনই বরেলি কি বরফি-র মতো সিনেমায় দুরন্ত অভিনয় করেছেন কৃতি। আজ ২৭ জুলাই নিজের ৩১তম জন্মদিন পালন করছেন নায়িকা। বলিউডের বহু অভিনেত্রীর অনেকের সঙ্গে অ্যাফেয়ারের কথা শোনা যায়। কিন্তু কৃতি এ দিক থেকে খানিকটা আলাদা। তিনি সিঙ্গল থাকতে পছন্দ করেন। সবিস্তারে পড়ুন... 

 

'নারীদের সম্মান করা শেখানো হোক', FB লাইভে নুসরত

ফেসবুক লাইভে নুসরত এবং সুদেষ্ণা এই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার। তাঁরা নিজেদের জীবন নিয়েও কথা বললেন পরোক্ষ ভাবে। একই সঙ্গে বললেন, 'ছোট থেকে বাড়িতে ছেলেদের শেখানো উচিত নারীদের সম্মান কী ভাবে করতে হয়। সমাজের দৃষ্টিভঙ্গি তবেই বদলানো সম্ভব। না হলে রেপ হওযার পর প্রতিবার নারীর পোশাককেই দায়ী করা হবে।' সবিস্তারে পড়ুন... 


রাজকে দেখেই শিল্পার চিত্‍কার! 'পরিবারের বদনাম করে দিলে'

পর্নোগ্রাফি মামলায় (Pornographic Content) কাজ কুন্দ্রার বাড়ি তল্লাশির জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় জুহুর বাংলোয়। সেখানে শিল্পা শেঠিরও বয়ান রেকর্ড করে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। প্রায় ত্র ঘণ্টা ধরে চলা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অফিসাররা জানান, এই মামলার সঙ্গে শিল্পার কোনও ভাবে যুক্ত নন। তেমন কোনও তথ্য প্রমাণ মেলেনি। তাঁর বয়ানেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি। সবিস্তারে পড়ুন... 

 

Advertisement