scorecardresearch
 

Malda, Chanchal: হাসপাতালে কেন ফোনে কথা? রোগীকে মার ডাক্তারের

Malda, Chanchal: চিকিৎসার সময় মোবাইল ফোনে কথা বলায় এক রোগীকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ সেখানকার চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা (Malda)-র চাঁচল (Chanchal)-এর খরবা উপস্বাস্থ্য কেন্দ্রে। 

Advertisement
আক্রান্ত আশিস চৌধুরীর ছেলে অনিন্দ্য (ডানদিকে) আক্রান্ত আশিস চৌধুরীর ছেলে অনিন্দ্য (ডানদিকে)
হাইলাইটস
  • চিকিৎসার সময় মোবাইল ফোনে কথা বলায় এক রোগীকে মারধরের অভিযোগ উঠল
  • অভিযোগ সেখানকার চিকিৎসকের বিরুদ্ধে
  • ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের খরবা উপস্বাস্থ্য কেন্দ্রে

Malda, Chanchal: চিকিৎসার সময় মোবাইল ফোনে কথা বলায় এক রোগীকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ সেখানকার চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা (Malda)-র চাঁচল (Chanchal)-এর খরবা উপস্বাস্থ্য কেন্দ্রে। 

অভিযোগ দায়ের
রোগীকে মারধরের ঘটনায় নিয়ে ব্লক ও মহাকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্তের পরিবার। যদিও বিষয়ে ওই চিকিৎসকের প্রতিক্রিয়া মেলেনি। অভিযুক্ত চিকিৎসকের নাম অভিজিৎ দাস।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে অসুস্থ রয়েছেন চাঁচল (Chanchal) ১ নম্বর ব্লকের খরবা এলাকার ষাটোর্ধ্ব বাসিন্দা আশিস চৌধুরী। দিন দুয়েক আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে খরবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: বাম্পার রিটার্ন, সেই শেয়ারে অংশীদারি বাড়ালেন ডলি খান্না

দুর্ব্য়বহারের অভিযোগ
কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক অভিজিৎ দাস সেই রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, গালিগালাজ ও চড় মারা হয় বলে অভিযোগ। এমনকি ঘাড় ধাক্কা দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। 

সে কারণে আরও অসুস্থ হয়ে পড়েন ষাটোর্ধ্ব রোগী। তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ নিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্লক ও মহাকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

আক্রান্তের ছেলের দাবি
তাঁর ছেলে অনিন্দ্য চৌধুরী দাবি করেন, বাবাকে খরবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলাম। হঠাৎ বাবার ফোনে ফোন এসেছিল। বাবা একটু ফোনে কথা বলে। এই নিয়ে চিকিৎসক অভিজিৎ দাস চেয়ার থেকে উঠে এসে বাবাকে গালিগালাজ করেন। 

তিনি আরও অভিযোগ করেন, "শুধু তাই নয় আমার বাবার গালে থাপ্পড় মারা হয়। এমনকী স্বাস্থ্য কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমরা এই নিয়েই আজ ব্লক ও মহাকুমা স্বাস্থ্য আধিকারিক কাছে ওই ডাক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।"

Advertisement

যদিও এ বিষয়ে চিকিৎসক অভিজিৎ দাসের সাথে যোগাযোগ করা হলে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চাঁচল ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ওই রোগী মুখে মাস্ক ছাড়াই স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন। তাঁকে সতর্ক করা হয়েছিল। কেন চিকিৎসক গায়ে হাত তুললেন, তার কারণ খতিয়ে দেখছি। অভিযোগ উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 

 

Advertisement