scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

এক ক্লিকে ট্রেড লাইসেন্স, বার্থ-ডেথ সার্টিফিকেট বিল্ডিং প্ল্যান

শিলিগুড়ি পুরনিগম
  • 1/6

বাড়িতে বসেই এখন বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্স ও জন্ম মৃত্যু সার্টিফিকেট মিলবে শিলিগুড়ি পুর এলাকার মানুষদের। মাউসের এক ক্লিকেই এই সুবিধা চালু করে দিল পুরনিগম। ফলে ভিড় এড়িয়ে বাড়িতে বসে কাজ হয়ে যাবে। বিশেষ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে এবং বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্প ব্যপক সুবিধা এনে দেবে।

শিলিগুড়ি পুরনিগম
  • 2/6

শিলিগুড়ি পুর এলাকায় মাউসের এক ক্লিকেই বাড়িতে বসেই মিলবে নাগরিক পরিষেবা। এই পরিষেবার তালিকায় রয়েছে নতুন ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স রিনিউয়াল, বিল্ডিং প্ল্যান পাস ও জন্ম-মৃত্যু সার্টিফিকেট। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। আগামী দিনে আরও বেশ কয়েকটি পরিষেবা মিলবে এই ই-গভর্নেন্স পরিষেবা।

শিলিগুড়ি পুরনিগমে চলছে বৈঠক
  • 3/6

শিলিগুড়ি পুরনিগমের এলাকায় ট্রেড লাইসেন্স কিংবা বিল্ডিং প্ল্যান অথবা অন্যান্য নাগরিক পরিষেবাগুলি পেতে হলে খরচা করতে হতো বাড়তি টাকা। অভিযোগ ছিল ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিছু দালালকে বাড়তি টাকা দিলেই সহজেই মিলত এই ট্রেড লাইসেন্স। বারবার এই অভিযোগ পাওয়ার পর অবশেষে শিলিগুড়ি পুরবাসীকে স্বচ্ছ এবং ঝঞ্ঝাটমুক্ত পরিষেবা দিতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক বোর্ড।

Advertisement
চালু হল ই গভর্নেন্স
  • 4/6

শুক্রবার আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি পুরনিগমের উদ্বোধন করা হল e-governance পরিষেবা। আপাতত এই পরিষেবাতে মিলবে তিনটি সুবিধা। আগামীদিনে অন্যান্য পরিষেবাগুলোকে এক ছাতার তলায় আনতে কাজ শুরু করেছে পুরনিগম। জানা গিয়েছে এই e-governance পরিষেবায় নতুন ট্রেড লাইসেন্স কিংবা ট্রেড লাইসেন্স নবীকরণ করতে এখন থেকে আর পুরনিগমে ঘুরে সময় নষ্ট করতে হবে না। যে কেউ বাড়িতে বসে পাবেন ট্রেড লাইসেন্স।

 

চালু হল ই গভর্নেন্স
  • 5/6

শুধু তা নয়, বিল্ডিং প্ল্যান পাশের ক্ষেত্রেও এখন অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা করলে অটো ভেরিফিকেশন হবে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে প্রপার্টি ট্যাক্সকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে। এদিন এই পরিষেবা উদ্বোধন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, এতদিন পর্যন্ত বামবোর্ড থাকাকালীন এই পরিষেবা তারা চালু করতে পারেননি। কিন্তু শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড দেড় মাসের মধ্যেই এই পরিষেবা চালু করল। এতে একদিকে যেমন মানুষের ঝঞ্ঝাট কমবে তেমনই স্বচ্ছতা বজায় থাকবে।

 

চালু হল ই গভর্নেন্স
  • 6/6

অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের পরিষদের সদস্য রঞ্জন সরকার বলেন, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত যে কোনও পরিচয় পেতে এখন কাউকে আর দালাল ধরতে হবে না। সরাসরি অনলাইনে আবেদন করলে বাড়িতে বসেই পাবেন জন্ম-মৃত্যু সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য পরিষেবা।

Advertisement