scorecardresearch
 

Dilip Ghosh Attacks Mamta Bnerjee: বউবাজারে মেট্রো: "পাপের প্রায়শ্চিত্ত করছেন মুখ্যমন্ত্রী", মন্তব্য দিলীপের

Dilip Ghosh Attacks Mamta Bnerjee: ফের নিজের স্বভাবসিদ্ধ ঢংয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তিনি একের পর এক আক্রমণে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। যা নিয়ে অস্বস্তিতে তৃণমূলেও। পাশাপাশি মুখ খুলেছেন হাঙ্গার ইনডেক্স নিয়েও। দেখুন কী বলছেন তিনি..

Advertisement
বউবাজারে মেট্রো: "পাপের প্রায়শ্চিত্ত করছেন মুখ্যমন্ত্রী", মন্তব্য দিলীপের বউবাজারে মেট্রো: "পাপের প্রায়শ্চিত্ত করছেন মুখ্যমন্ত্রী", মন্তব্য দিলীপের
হাইলাইটস
  • "মুখ্যমন্ত্রী পাপের প্রায়শ্চিত্ত করছেন", মন্তব্য দিলীপ ঘোষের
  • ভারত নিজের ইনডেক্স নিজে বানাবে, দাবি দিলীপের
  • তৃণমূল দল উঠে যাওয়ার মুখে, নিজেরাই কোন্দলে মত্ত

Dilip Ghosh Attacks Mamta Bnerjee: তৃণমূলকে (TMC) মহাভারতের (Mahabharat) সঙ্গে তুলনা করে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় (Bjp All India Vice President Dilip Ghosh) সহ-সভাপতি তথা মেদিনীপুরের (Mdinapore) বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের স্বভাবসিদ্ধ ঢংয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, "তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে। এতদিন ঠিকঠাক চলছিল, দিল্লি থেকে টাকা খুব আসছিল। লুটপাট হচ্ছিল কোনও সমস্যা ছিল না। টাকা কমে গিয়েছে, কাটমানি কমে গিয়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি শুরু হয়েছে।" 

তাঁর দাবি, এখন অস্ত্রশস্ত্রের কারখানা চলছে রাজ্যে। কলকাতা সহ বিভিন্ন এলাকায় গুলি চলছে। সাধারণ মানুষ মারা যাচ্ছে। বিজয়া সম্মিলনীতেও মারামারি করছে তৃণমূল। পার্টিটা দুর্বৃত্ত ভরে গিয়েছে। এখন সেই পার্টিতে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাবে এই অবস্থা হয়েছে।"

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে প্রাতঃভ্রমণকারী এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে বিজয়া সারেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক আক্রমণ শানিয়ে যান। পাশাপাশি বউবাজারে মেট্রোরেল (Bowbazar Metro) বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা করা আর্থিক প্যাকেজ নিয়েও সরব হন তিনি। তিনি বলেন, "এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন। ওঁর জন্য বউবাজারে এই অবস্থা। বারেবারে ভেঙে পড়ছে। এভাবে চলতে পারে না। তার স্থায়ী সমাধান চাই। তার জন্য আমার মনে হয় কেন্দ্র রাজ্য সরকার মেট্রো রেল যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন সমস্যাটা খুঁজে বার করে সমাধান করা উচিত।"অনুব্রত মণ্ডলের (Anubrata mondal) মেয়ে সুকন্যা মন্ডলকে (Sukanya Mondal) ইডি (ED) তলব প্রসঙ্গে তিনি বলেন, অনেককেই তলব করা হয়েছে, শেষে বাবার কাছে যেতে হবে। 

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (Global Hunger Index) ১২১ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০৭ নম্বরে। এ প্রসঙ্গেও তিনি পাল্টা দিয়েছেন। তাঁর দাবি, বিশ্বের হাহাকারের মধ্যে ভারতের লোক খেয়ে পড়ে বেঁচে আছে। একটা লোকও মরে যায়নি, যারা খাওয়াতে পারছে না নিজের দেশের লোককে, তাঁরা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে। ওই সার্টিফিকেটের কোনও দাম নেই। তাঁর দাবি, ভারত প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করছে। ভ্যাকসিন, খাদ্য, রাস্তাঘাট,রেলওয়ে, এয়ারপোর্ট তৈরি করে দিচ্ছে। ভারত নিজের ইনডেক্স তৈরি করবে।

Advertisement

রাজ্যে বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না এমন নিদান দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাপতি তথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু। এই প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উপড়ে ফেলে দেবে মানুষ। পাশাপাশি তাপস রায়-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকবিতন্ডা প্রসঙ্গে তিনি বলেন, দেখুন সমস্যাটা কোথায় পৌঁছেছে, অবিশ্বাসের পরিবেশ ,পরস্পরকে সমালোচনা, ঝগড়া, গালাগালি চলছে পার্টি কি চলবে? আদৌ এই পার্টি কী ভালো করবে? পার্টির অস্তিত্ব বিলুপ্তির দিকে যাচ্ছে।

 

Advertisement