১৯৮৮ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চনের সিনেমা শাহেনশাহ। যার পর থেকে অমিতাভের নামকরণ হয় বলিউডের শাহেনশাহ হিসাবে। অনেকেই জানেন না যে সিনেমাটি জয়া বচ্চন নিজে লিখেছিলেন।
প্রথম সিনেমা করেন ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায়। ছবির নাম মহানগর। তার পর ৮ বছর সিনেমা করেননি জয়া। পরের ছবি মুক্তি পায় ১৯৭১ সালে। ছবির নাম গুড্ডি।
প্রথম সন্তান শ্বেতা একটু বড় হওয়ার পর ১৯৮১ সাল থেকে ১৪ বছর সিনেমা থেকে দূরে থাকেন জয়া। ১৯৯৫ সালে মারাঠি ছবি আক্কা-তে অমিতাভের সঙ্গে অভিনয় করেন। সেটাই ছিল তাঁর রুপোলি পর্দায় কাম ব্যাক ছবি।
পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (FTII) ছাত্রী ছিলেন জয়া। একই ব্যাচে পড়াশোনা করছিলেন ড্যানি। ড্যানির আসল নাম বড় হওয়ায় ছোট নামকরণটি করেন জয়া। তার পর এই নামেই বিখ্যাত হন ভারতীয় সিনেমার এই অভিনেতা।
আরও একটি বিষয় না বললেই নয়, পুনে FTII-র স্বর্ণ পদক প্রাপ্ত ছাত্রী ছিলেন জয়া। এই অনন্য কীর্তি খুব কম সংখ্যক অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলী আজ পর্যন্ত অর্জন করতে পেরেছেন।
করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চনের বিয়ে ঠিক হয়েছিল এ কথা প্রায় সকলেই জানেন। বিয়ের কিছু দিন আগে হঠাৎই সম্পর্কে ইতি টানেন দু জনে। করিশ্মা অভিযোগ করেন, জয়া তাঁদের সম্পর্কের মধ্যে অতিরিক্ত দখল দিয়েছেন। অন্য দিকে অভিষেকের বক্তব্য ছিল, করিশ্মা অত্যন্ত মুখরা এবং শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করতেন।
বরাবরই স্পষ্ট বক্তা জয়া নিজের ছেলেরও সমালোচনা করতে ছাড়েননি। ফারহা খান পরিচালিত হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখ খান এবং অভিষেক বচ্চন দুজনেই ছিলেন। শাহরুখ-কে নিজের ছেলের মতোই স্নেহ করেন জয়া। ছবিটি দেখার পর তিনি জানিয়েছিলেন, ছবিটি একেবারেই ভালো লাগেনি তাঁর। শুধুমাত্র তাঁর ছেলে এই সিনেমায় ছিলেন বলে এই 'ননসেন্সিকাল' ছবি তিনি দেখেছেন। মন্তব্যের পর বচ্চনদের সঙ্গে শাহরুখের সম্পর্ক খানিকটা ধাক্কা খায়।
শোলে ছবির শুটিংয়ের সময় জয়া প্রেগনেন্ট ছিলেন। শুটিং চলাকালীন গোটা কাস্ট অ্যান্ড ক্রু সকলেই জয়ার অত্যন্ত খেয়াল রাখতেন। বিশেষ সেটে অমিতাভ এবং হেমা মালিনি জয়ার অত্যন্ত খেয়াল রাখেন।
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে পুত্রবধূ ঐশ্বর্যর সঙ্গে রণবীর কাপুরের ঘনিষ্ট দৃশ্য নিয়ে খেলোখুলিই আপত্তি করেন জয়া। যদি ছেলে অভিষেক সোশাল মিডিয়ায় যথেষ্ট সাপোর্ট করেন ঐশ্বর্যকে।
৯টি ফিল্মফেয়ার, পদ্মশ্রী-সহ বহু পুরস্কার জিতেছেন জয়া বচ্চন। ২০০৪ সাল থেকে টানা রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করছেন জয়া।