Advertisement

মনোরঞ্জন

প্রতি এপিসোডে ফি কত কপিল শর্মা শো-এর তারকাদের? জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2021,
  • Updated 1:48 PM IST
  • 1/9

বিশ্বের অন্যতম জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শো। সোনি টিভিতে আগামী মে মাস থেকে নতুন সিজন দেখানোর কথা রয়েছে। জনপ্রিয় শো টিআরপি-র ক্ষেত্রেও একেবারে উপরের সারিতে।

  • 2/9

কপিল এই শো-এর প্রধান মুখ হলেও আরও বেশ কয়েকজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং পারফরমার্স দের আমরা শোতে দেখতে পাই। প্রতি এপিসোডে এঁরা কত টাকা চার্জ করে জানেন?

  • 3/9

কপিল শর্মা
দেশের সেরা কমেডিয়ানদের মধ্যে একজন। তাঁকে কিং অফ কমেডি যে এমনিতে বলা হয় না তা বহুবার প্রমাণ করেছেন কপিল। আর কিং যখন, তখন তাঁর স্যালারিও কিংয়ের মতোই হবে। কপিল এপিসোড পিছু ৩০-৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তবে সামনের সিজন থেকে তাঁর স্যালারি বেড়ে ৫০ লক্ষ হতে পারে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

  • 4/9

সুমনা চক্রবর্তী
কপিলের সঙ্গে সুমনার জুটি দর্শকদের ভীষণ পছন্দ। শো-তে সব চেয়ে বেশি মজা করা হয় সুমনাকে নিয়ে। যা নিয়ে বিভিন্ন সংগঠন নারীদের অপমানের জন্য শো-র ট্রোল পর্যন্ত করেছে। সুমনা এপিসোড পিছু ৬-৭ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

  • 5/9

চন্দন প্রভাকর
শো-এর চা ওয়ালা। কপিলের সঙ্গে কথার ডুয়েলে দর্শকরা হেসে কুটোপাটি হন। প্রতি এপিসোডের জন্য ৭ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

  • 6/9

ভারতী সিং
দেশের অন্যতম সেরা কমেডিয়ান। অসাধারণ কমিক সেন্স। কমেডির জগতে তিনি বিরাট নাম। এপিসোড পিছু ১০-১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন ভারতী।

  • 7/9

কিকু শারদা
দীর্ঘ দিন ধরে টিভির পর্দায় সকলের মুখে হাসি জুগিয়ে আসছেন কিকু। শো-এর অন্যতম ভার্সেটাইল অভিনেতা। বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেন। এপিসোড পিছু ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

  • 8/9

কৃষ্ণা অভিষেক
শো-এর অন্যতম অ্যাট্রাকশন তা নিয়ে কোনও সন্দেহ নেই। স্টারদের মিমিক্রি করা হোক বা স্বপ্না-র রোলে অভিনয় হোক, কৃষ্ণা সব সময় কমেডির পাঞ্চ বাড়িয়ে দেন। এপিসোড পিছু ১০-১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

  • 9/9

অর্চনা পুরন সিং
শো-তে নভজ্যোত সিং সিধুকে রিপ্লেস করেছেন বহু দিন আগে। শো-তে স্পেশাল সিট তাঁর জন্য বরাদ্দ। এপিসোড প্রতি ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন অর্চনা।

Advertisement
Advertisement