Advertisement

শিক্ষা-দীক্ষা

CISF Recruitment 2022 : দ্বাদশ পাশেই সিআইএসএফে চাকরি, বেতন ৮১ হাজার টাকার বেশি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2022,
  • Updated 7:19 PM IST
  • 1/10

CISF Recruitment 2022: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-এ নিয়োগ (CISF Recruitment 2022) করা হবে। এ ব্য়াপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সেখানে আবেদন করতে পারেন (সব ছবি প্রতীকী)

 

  • 2/10

সেখানে মোট শূন্যপদের সংখ্যা ২৪৯। হেড কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১৮১ জন পুরুষ এবং ৬৮ জন মহিলা।

  • 3/10

স্পোর্টস কোটায় সেখানে নিয়োগ করা হবে। বিভিন্ন খেলার জন্য বিভিন্ন সংখ্যক পদের কথা বলা হয়েছে। জানানো হয়েছে, পদের সংখ্যা বদলও হতে পারে। 

 

  • 4/10

বেতন কাঠামো শুরু হচ্ছে ২৫ হাজার ৫০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত। 

 

  • 5/10

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাশ করা থাকতে হবে। এর পাশাপাশি রাজ্য, দেশকে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার কৃতিত্ব থাকতে হবে। 

 

  • 6/10

এই পরীক্ষায় বসার জন্য এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোনও খরচ লাগবে না। বাকিদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।

  • 7/10

অনলাইন এবং অফলাইন- দু'রকম ভাবেই আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইট হল www.cisf.gov.in। অফলাইনে আবেদন করার জন্য অ্য়াপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। সে ব্য়াপারে বিজ্ঞাপনে বলা রয়েছে। 

 

  • 8/10

আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে। ৩১ জানুয়ারি থেকে তা চালু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন ৩১ মার্চ। আবেদন করার আগে নির্দেশ দেখে নেওয়ার আর্জি জানানো হয়েছে।

  • 9/10

অ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেট বল, জিমন্যাস্টিক্স, ফুটবল, হকি-সহ আরও বিভিন্ন খেলার খেলোয়াড়দের চাকরির সুযোগ রয়েছে।

 

  • 10/10

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।

Advertisement
Advertisement