West Bengal Municipal Elections: সিপিআইএম (CPIM)-এর ফিল্মি পোস্টার। দিন কয়েক পরেই বিধাননগর পুরসভার ভোট (Bidhannagar Municipal Elections)। শাসক দল হোক বা বিরোধী- সব রাজনৈতিক দলের প্রচার চালাচ্ছে। করোনা সংক্রমণের জন্য প্রচারেও প্রভাব পড়েছে। ডিজিটাল প্রচারের গুরুত্ব আরও বেড়েছে।
আরও পড়ুন: R Madhavan-কে ফ্যান বললেন 'ড্যাডি', 'আঙ্কল বলেই ডাকো সোনা', জবাব তাঁর
এরই মাঝে সিপিআইএম (CPIM) মানুষের মন জয়ে হাতিয়ার করেছে ফিল্মি পোস্টার। এর আগে একুশের বিধানসভা ভোটে তারা প্রচারে অভিনবত্বে এনেছিল। যদিও ফল খুবই খারাপ হয়েছিল। কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলে তৈরি জোট মাত্র একটা কেন্দ্রে জিতেছিল। বাম, কংগ্রেস কেউই জিততে পারেনি।
আরও পড়ুন: টাটা-বিড়লার এই ২ শেয়ার মালামাল করে দিয়েছে, ২,৭০০ শতাংশ রিটার্ন
তবে এটা ঘটনা সিপিআইএম (CPIM) প্রচারে নজর কেড়েছিল বেশ। তা সে ব্রিগেডের আগে টুম্পা সোনা গান দিয়ে শুরু করা হোক বা তারপর বিভিন্ন রকম পোস্টার, প্য়ারোডি।
বিধাননগর পুরসভার ভোট সিপিআইএম (CPIM)-এর হাতিয়ার বিভিন্ন বিখ্যাত সিনেমার পোস্টার। তাদের ব্যাখ্যা, ওই সব পোস্টারে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ, আন্দোলনের কথা বলা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে। আর তাই সেই পোস্টারগুলো ব্যবহার করা হয়েছে।
শাসকদলের বিরুদ্ধে তাদের যা যা অভিযোগ রয়েছে, সেগুলি প্রতিফলিত হয়েছে ওই পোস্টারে।
সিপিআইএম বিধাননগর ডিজিটাল টিম (CPIM Bidhannagar Digital Team)-এর তরফ থেকে এই পোস্টার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যত ভোট দিতে পারেন, সেই বার্তা দেওয়া হয়েছে। তাঁদের আর্জি করা হয়েছে, কেউ যেন আপনার হয়ে প্রক্সি ভোট না দিতে পারে। নিজের ভোট নিজে দিনষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
বিধাননগরে প্রচুর অবাঙালি মানুষ থাকেন। পোস্টার তৈরির সময় সেদিকে খেয়াল রাখা হয়েছে। তাই এই পোস্টার তৈরি হয়েছে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে।
এই পোস্টার যাঁরা বানিয়েছেন, তাঁরা দাবি করছেন, ২০১৫ সালে প্রচুর গোলমাল হয়েছিল। মানুষ ভোট দিতে পারেননি। এবার নিজের ভোট নিজে দিতে পারেন, আপ্রাণ চেষ্টা করেন, তাই এই পোস্টার বানানো হয়েছে। নতুন এবং পুরনো সিনেমা এক একটা চরিত্র, যেগুলো জনপ্রিয় তো বটেই, তার পাশাপাশি তারা কোনও কিছুর বিরুদ্ধে, অত্যাচার-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। একটা প্রতিবাদ জানিয়েছে। তেমনই সব চরিত্র বেছে নেওয়া হয়েছে। একটি চরিত্র দেখতে পেলে মানষ আরও বেশি উদ্বুদ্ধ হন। তাই এগুলো বানানো হয়েছে।
এবারও পরিস্থিতি অনেকটা একই বলে দাবি বিরোধীদের। বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করছে, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ওপর হামলা চালাচ্ছে। সে বিষয়ে থানায় অভিযোগও জমা পড়ছে।